পরের ম্যাচেই মার্করাম ফিরছেন, ৭২ রানে হেরে গিয়েও স্বস্তি খুঁজছেন SRH অধিনায়ক
সুপার সানডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩১/৮ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ৭২ রানে জিতে মরশুম শুরু করল রাজস্থান রয়্যালস। অপরদিকে প্রথম ম্যাচেই নিজেদের ঘরের মাঠে আটকে গেল সানরাইজার্স।
মরশুমের শুরুতেই বড় রান করে বড় ব্যবধানে জয়, স্বাভাবিক ভাবেই অনেকটাই আত্মবিশ্বাস দিল রাজস্থানকে। অপরদিকে হায়দরাবাদ প্রথম ম্যাচে হেরে বেশ কিছুটাই চাপে রইল। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে হতাশ সানরাইজার্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভুবি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। এই ম্যাচটাও বেশ কঠিন ছিল। তবে আমরা এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমি ১০০ শতাংশ বিশ্বাস করি, আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবই। এই ম্যাচের হার আমরা ভুলে যেতে চাই।’
শুধু তাই নয়, নিজেদের বোলিং ব্যর্থতার কথাও তুলে ধরেছেন ভুবি। ভারতীয় দলের এই পেসার বলেছেন, ‘আমরা এই ম্যাচে খুব একটা ভালো বল করিনি। কোথায় কী ভুল হচ্ছে, তা ধরা পড়েছে। আশা করছি পরের ম্যাচে এই একই ভুল আর হবে না। তবে এই ম্যাচে উমরানও অনেক চেষ্টা করেছে। কিন্তু শেষের দিকে আমরা অনেকটাই পিছিয়ে পড়ি। কিন্তু ওরা শুরু থেকেই ভালো ব্যাটিং করে। তাই এই ম্যাচ জিততে খুব একটা কঠিন হয়নি ওদের জন্য।’
ভুবি আরও বলেন, ‘এডেন মার্করাম খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন। ফলে আমাদের ব্যাটিং লাইনআপেও শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। আশা করছি পরের ম্যাচগুলিতে এমন পারফরম্যান্স আমরা করব না। এই পিচ সত্যি খুব ভালো। ব্যাটার এবং বোলার উভয় সুবিধা পাবে। আমরা কোনও কিছুতেই ভয় পাচ্ছি না। এই ম্যাচের হার কাটিয়ে উঠে জয়ের রাস্তায় ফিরতে চাই আমরা।’ সানরাইজার্সের পরবর্তী ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ৭ এপ্রিল শুক্রবার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবেন ভুবনেশ্বর কুমার, উমরান মালিকরা।
For all the latest Sports News Click Here