পরের বার বাংলাদেশে নিরপেক্ষ আম্পায়ার চাই-হরমনের কথার সুর ধরে বললেন ডেপুটি স্মৃতি
বাংলাদেশের আম্পায়ার মহম্মদ কামরুজ্জামান এবং তানভির আহমেদের বিরুদ্ধে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের সমালোচনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও সংযত ভাবেই হরমনপ্রীতের সুরেই সুর মেলালেন।
শনিবার মীরপুরে তৃতীয় ওডিআই টাই হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে মন্ধানা স্পষ্ট ভাষায় বলে দেন, পরের বার থেকে একটি নিরপেক্ষ আম্পায়ারিং ব্যবস্থা তিনি আশা করছেন। আম্পায়ারিংয়ের মান নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
এদিন প্রথমে ব্যাট করে ২২৫ রান করেছিল বাংলাদেশ। ২২৬ রান করলেই ভারত জিতে যেত। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ ওভারে গিয়ে টাই হয়ে যায়। ২২৫ রানে অলআউট হয়ে যায় ভারত। যার ফলে সিরিজটিও ১-১ ড্র হয়ে যায়।
ম্যাচটি নিঃসন্দেহে টানটান উত্তেজনায় ভরা ছিল। কিন্তু এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা চলছে, হরমনপ্রীত কৌরকে নিয়ে। ভারতের ইনিংসের ৩৩.৪ ওভারে নাহিদা আখতারের বলে সুইপ মারতে যান। কিন্তু পায়ের ঠিক কাছে বলটা পড়ে স্লিপের দিকে চলে যায়। স্লিপে বলটা তালুবন্দি হওয়ার সঙ্গে সঙ্গেই আউটের জন্য জোরালো আবেদন করেন বাংলাদেশের নাহিদা। আউটও দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার।
আরও পড়ুন: DRS নিয়ে এবার সংশয়, জাদেজার আউট নিয়ে উঠে গেল প্রশ্ন, কী বলছেন বিশেষজ্ঞরা?
তার পরই তুমুল রেগে যান হরমন। রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের দিকে উত্তেজিত ভাবে কিছু বলতে-বলতে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের ‘থাম্বস আপ’ দেখান হরমন। যে ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ম্য়াচের পরে আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন হরমনপ্রীত। তিনি বলেন, ‘যে রকম আম্পায়ারিং হল, তাতে আমরা হতবাক। পরের বার যখন আমরা বাংলাদেশে আসব, তখন আমরা নিশ্চিত করব যে, আমাদের এরকম আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে কিনা। সেই মতো প্রস্তুতিও নেব আমরা।’
আরও পড়ুন: হরমন বিতর্কের পর ভারতের ব্যাটিং ধস, ম্যাচ টাই, বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ ড্র
এই প্রসঙ্গে ম্যাচের পর মন্ধানা বলেন, ‘যে কোনও ম্যাচে এরকম হতে পারে যে, আপনি কোনও সিদ্ধান্তে খুশি নন। বিশেষ করে যখন এই ধরনের সিরিজের ম্যাচে কোনও ডিআরএস থাকে না। আমরা এখানে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম।’
স্মৃতি আরও বলেছেন, ‘আমি নিশ্চিত যে আইসিসি, বিসিবি এবং বিসিসিআই অবশ্যই এটি নিয়ে আরও আলোচনা করবে। সম্ভবত আমরা পরের বার থেকে একটি নিরপেক্ষ আম্পায়ারিং ব্যবস্থা পাব। যাতে করে এখানে (সংবাদ সম্মেলনে) এমন আলোচনা না হয়। যাতে আমরা ক্রিকেট এবং ক্রিকেটভিত্তিক প্রশ্নগুলিতে আরও নজর দিতে পারি।’
তিনি হরমনের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘মাঠে যা ঘটেছে তা খেলার অবিচ্ছেদ্য অংশ। আমরা ছেলেদের ক্রিকেটের দিকে তাকালে অতীতে এই ধরনের ঘটনা অনেক দেখেছি। যখন আপনি ভারতের হয়ে খেলবেন, আপনি ম্যাচ জিততেই চাইবেন এবং মুহূর্তের উত্তেজনায় এমনটা ঘটে গিয়েছে। ওর বিপক্ষে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তাতে খুশি ছিল না। ও মনে করেছিল যে, ও আউট নয়। তাই অমন আচরণ বেরিয়ে এসেঠে। তবে আমি মনে করি, স্রেফ মুহূর্তের উত্তেজনায় এমনটা হয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়।’
For all the latest Sports News Click Here