পরের টেস্ট সিরিজে দলে তাকে না দেখলে সত্যি অবাক হব! কাকে নিয়ে এমন বললেন গাভাসকর
আইপিএল ও রঞ্জি ট্রফির পরে টিম ইন্ডিয়ার দরজায় কড়া নাড়ছেন বহু প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার। দলের সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার বয়স ৩০ বছরের বেশি হয়েছে। গত কয়েক বছরে এই সব খেলোয়াড়ের ফর্ম কমেছে। সুযোগের অপেক্ষায় ভারতীয় ক্রিকেটারদের পরবর্তী প্রজন্ম। সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অনেক তরুণকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের আরেক দুর্দান্ত ব্যাটসম্যান সরফরাজ খান তার দুরন্ত পারফরম্যান্সের কারণে শিরোনামে রয়েছেন। তিনিও ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে তৈরি। সরফরাজের জন্য গলা ফাটালেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, শীঘ্রই ভারতীয় দলে অভিষেক হবে সরফরাজ খানের।
২৪ বছর বয়সী সরফরাজ খান বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফি মরশুমে (রঞ্জি ট্রফি ২০২১-২২) মুম্বইয়ের হয়ে প্রচুর রান করেছেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই ফাইনালে উঠতে সফল হয়েছে মুম্বই। রঞ্জি ট্রফির এই মরশুমে, সরফরাজ খান ৬ ম্যাচে ১২২.৭৫ গড়ে সর্বোচ্চ ৯৮২ রান করেছেন।
আরও পড়ুন… গাব্বা টেস্টে আউট হয়ে রেগে গিয়ে চিৎকার করছিলেন শুভমন গিল! কারণ জানালেন ঋষভ পন্ত
এই সময়ে সরফরাজ ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে ভারতের টেস্ট দলে তার অন্তর্ভুক্তির আলোচনা চলছে পুরোদমে। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেছেন, এজবাস্টন টেস্টের পর অর্থাৎ পরের টেস্ট সিরিজে সরফরাজকে দলে না নিলে তিনি অবাক হবেন।
সুনীল গাভাসকর মিড-ডে কলামে লিখেছেন, ‘সরফরাজ খানের অসাধারণ রান এবং সেঞ্চুরি তাকে ভারতীয় দলে জায়গা করে দেবে। দলের বাইরে আছেন অজিঙ্কা রাহানে। লক্ষ্যপূরণ করে দলে জায়গা ধরে রাখার শেষ সুযোগ পেয়েছেন চেতেশ্বর পূজারা। এমন অবস্থায় সরফরাজ খানের নামটা নিশ্চিতভাবেই নির্বাচক কমিটির কাছে রয়েছে। পরের টেস্ট সিরিজের দলে তার নাম না থাকলে সত্যিই অবাক হব।’
আরও পড়ুন… গাব্বা টেস্টে আউট হয়ে রেগে গিয়ে চিৎকার করছিলেন শুভমন গিল! কারণ জানালেন ঋষভ পন্ত
ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত টেস্টের পরে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পরবর্তী সিরিজ খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ। এ সময় ৪টি টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। সে সময় সরফরাজও তার দাবি তুলে ধরবেন। তারপরে তিনি দলে জায়গা পান কি না সেটাই দেখতে হবে। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর আরও বলেছেন, ‘রজত পতিদারের মতো খুব কম খেলোয়াড়ই আছে যারা ধারাবাহিকভাবে অসাধারণ পারফর্ম করেছে।’
For all the latest Sports News Click Here