পরীমনির বর রাজের সঙ্গে পরকীয়া বাংলাদেশের মিমের! দুই নায়িকার কোন্দল ফেসবুকে
বিয়ের মাত্র দিনকয়েক হয়েছে। ছেলের বয়স মাসচারেক। এরমধ্যেই খবর মিলছে পরকীয়ায় জড়িয়েছে বাংলাদেশের নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজ। তাও আবার সেদেশেরই আরেক বিবাহিত নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে। আপাতত এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় কোন্দল শুরু পরীমনি আর মিমের।
‘পরাণ’, ‘দামাল’— সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা সরিফুল ইসলাম রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের দুটো সিনেমা। আর খবর বলছে সেখান থেকেই নাকি এই প্রেমের শুরু। মিমকে মন দিয়ে বসেছেন তাঁর স্বামী রাজ তা কানে যেতেই সোজা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছেন পরীমনি। মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ আর বরের জন্য লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ।’
পরীমনির এই পোস্ট মোটেও ভালো মনে নেয়নি মিম। তিনিও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে… ’ নিজের পোস্টে বাংলাদেশের এই নায়িকা আরও যোগ করেন, ‘কখনোই নিজের পেশাদার জীবনের সাথে এমন কিছুকে জড়াতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা আর মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পরিবারিক আবহে, আমার চারপাশটা কেমন, এখন যে বা যারা কোনও ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা নেই। আর এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।’
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই বিয়ে করেন মিম। হিন্দু সনাতন রীতি মেনেই গাঁটছড়া বেঁধেছিলেন। মিমের স্বামী সানি পোদ্দার, পেশায় একজন ব্যাঙ্ককর্মী। দুজনের লাভিডাবি ফোটো প্রায়ই ভাইরাল হয় সোশ্যালে। আর পরীমনি তো সবাইকে লুকিয়েই রাজকে বিয়ে করেছিলেন গত বছর অক্টোবরে। এরপর জানুয়ারির শুরুতেই মা হতে চলার খবর শেয়ার করেছিলেন। অগস্টে জন্ম হয় ছেলে রাজ্যর। তবে মাস গড়াতে না গড়াতেই ভাঙনের সম্ভাবনা চোখে আসছে!
For all the latest entertainment News Click Here