পরিবেশটা দারুণ ফুরফুরে, অধিনায়ক হার্দিকের নেতৃত্বের প্রশংসায় ভারতীয় তারকা
রবিবার (২৬ জুন) আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার অভিষেক ঘটেছে। জাতীয় দলের অধিনায়ক হিসাবে অভিষেকে দল তো জিতেইছে, পাশাপাশি হার্দিকও বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১২ বলে ২৪ রানও করেছেন।
ক্রিকেটার হিসাবে হার্দিকের দক্ষতা সবারই জানা। আইপিএলে অধিনায়ক হার্দিকের নেতৃত্বেরও প্রশংসায় হয়েছে বারংবার। এবার জাতীয় দলে অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলার পরই তারকা অলরাউন্ডেরর নেতৃত্বের প্রশংসায় ভারতীয় তারকা যুজবেন্দ্র চাহাল। প্রথম টি-টোয়েন্টির পর চাহাল বলেন, ‘ও আমি যেমন যা বল করতে চেয়েছি, আমাকে তেমন করার মতো ছাড় দিয়েছে। হার্দিকের নেতৃত্বে দলের পরিবেশটা দারুণ ফুরফুরে। আমাকে নিজের পরিকল্পনামাফিক যে বল করতে দিয়েছে ও, এটা বেশ ভালই লেগেছে।’
প্রথম টি-টোয়েন্টিতে চাহালই ম্যাচ সেরা হয়েছেন। বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে বলের ওপর দুর্দান্ত নিয়ন্ত্রের পরিচয় দিয়ে তিন ওভার হাত ঘুরিয়ে তারকা লেগস্পিনার ১১ রানের বিনিময়ে এক উইকেটও তুলে নেন। তবে ভাল বল করলেও ঠান্ডার মধ্যে বল করার কষ্টটা কিন্তু একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছেন চাহাল। ‘(এই পরিবেশে বল করা) খুব কষ্টকর। আমার তো আজ নিজেকে একজন ফিঙ্গার স্পিনারের (অফস্পিনার) মতো লাগছিল। অনেক সময়ই পরিস্থিতি বেশ কঠিন হয়ই, তবে তার সঙ্গে মানিয়ে নেওয়াটাই আমাদের চ্যালেঞ্জও বটে।’ মতামত চাহালের। মঙ্গলবার (২৮ জুন) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের নামে করার লক্ষ্যে নামবে ভারতীয় দল।
For all the latest Sports News Click Here