পরিবারের মধ্যে একটা ‘সাধুবাবা’! সানির কোন কাণ্ডে বলেই ফেললেন ধর্মেন্দ্র
হালে সানি দেওল বেশ আলোচনায়। মুক্তির পথে তাঁর নতুন ছবি ‘গদর ২’। এই ছবিতে তিনি ফিরছেন আমিশা পটেলের সঙ্গে। তারই প্রচারে তাঁকে দেখা যাচ্ছে বহু জায়গায়। আর এমনই এক প্রচারে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি। সেই সূত্রেই তাঁর বাবা ধর্মেন্দ্র থেমে থাকতে পারেননি। বলে ফেলেছেন তাঁর সম্পর্কে অদ্ভুত একটি কথা। বলেছেন, পরিবারের মধ্যে একটা ‘সাধুবাবা’। কিন্তু কী এমন ঘটিয়েছেন সানি দেওল?
(আরও পড়ুন: ‘ছাড় ওকে, এতো তোর ভাইয়ের সম্পত্তি’! আমিশাকে জড়িয়ে ধরায় শুনতে হয়েছিল ববি দেওলকে)
(আরও পড়ুন: হ্যান্ড পাম্প নয়, এবার গরুর গাড়ির চাকা হাতে সানি! ‘গদর ২’-এর ফার্স্ট লুক ভাইরাল)
সম্প্রতি নানা জায়গায় হাজির হচ্ছেন সানি। উদ্দেশ্য ‘গদর ২’-এর প্রচার। আর সেই কারণে গদরে তাঁকে যেমন সর্দারজির চেহারায় দেখা যাচ্ছে, তেমন সাজেই তিনি যাচ্ছেন ছবির প্রচার করতে। হালে এমনই এক প্রচারের অনুষ্ঠানে গিয়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আবেগ তাঁর বশ মানেনি। তাই শেষ পর্যন্ত মঞ্চে কেঁদেও ফেলেন ধর্মেন্দ্রর জ্যেষ্ঠ পুত্র। সেই ভিডিয়ো আবার সোশ্যাল মিডিয়ায় শেযার করেছেন খোদ বলিউডের আয়রন ম্যান। রোম্যান্টিক চরিত্রে বার বার অভিনয় করলেও পর্দার বাইরে তিনি লৌহপুরুষ হিসাবেই বিখ্যাত। এহেন ধর্মেন্দ্রকে কেউ বিশেষ কখনও কাঁদতে দেখেননি। কিন্তু সানি একেবারেই তা নন। নিজের আবেগ ঢেকে রাখার বিন্দুমাত্র চেষ্টাও করেননি তিনি। সকলের সামনেই কেঁদে ফেলেছেন। আর সেই কারণেই তাঁকে ‘সাধুবাবা’ বলেছেন খোদ লৌহপুরুষ।
(আরও পড়ুন: ছেলের প্রাণ বাঁচাতে হাতুড়ি হাতে পাক সেনার সাথে লড়াই সানির! রইল ‘গদর ২’-এর ঝলক)
(আরও পড়ুন: বিয়ে বাড়িতে দেখা হয়, সেদিন তো রাকেশ আঙ্কেল আমায় চিনতেই পারেননি: আমিশা)
ব্যক্তিগত জীবনেও আবেগপ্রবণ মানুষ হিসাবেই পরিচিত সানি দেওল। হালে তাঁর অন্য একটি ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছিল। সেখানে সেখা গিয়েছিল এক কৃষকের গাড়ির সামনে হাজির হন তিনি। একেবারে মাটির মানুষের মতো আচরণ করেন তাঁর সঙ্গে। কোনও স্টারসুলভ ভাব তাঁর ছিল না। সেখানেও সানির কথাবার্তার ধরন এবং সহজ সরল মনোভাব ভালো লেগেছিল সকলের। আবারও এই কান্নার ভিডিয়োটি জনপ্রিয় হয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। অনেকেই বলেছেন, শুধু দেওল পরিবারেই নয়, গোটা বলিউডেই হয়তো তিনি এক ‘সাধুবাবা’। তাঁর মতো মানুষ বিরল।
For all the latest entertainment News Click Here