পরিবারের টাকার দরকার ছিল, তাই অভিনয়ের জগতে আসা: রানি মুখোপাধ্যায়
ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন রানি মুখোপাধ্যায়। গোটা দেশে তাঁর পরিচিতি গড়ে ওঠে ‘কুছ কুছ হোতা হ্যায়’-(১৯৯৯) এর সুবাদে। টিনার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই বঙ্গ তনয়া। তবে বাঙালি দর্শকের সঙ্গে রানির বন্ধন আরও খানিকটা পুরোনো। ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবির মাধ্যমে রুপোলি সফর শুরু রানির। তাঁর প্রথম হিন্দি ছবি ছিল ‘রাজা কি আয়েগি বারাত’। ফিল্মি পরিবারেই জন্ম রানির। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে বড় হলেও অভিনেত্রী হওয়ার শখ বা স্বপ্ন কোনওটাই তাঁর ছিল না।
খুব শীঘ্রই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নিয়ে পর্দায় ফিরছেন রানি। প্রায় দু-বছর পর আবারও সিলভার স্ক্রিনে যশ রাজ কর্ণধারের ঘরণী। ‘বান্টি অউর বাবলি ২’-এর ব্যর্থতা পিছনে ফেলে সামনে তাকাতে চান রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে ফুটে উঠবে একটা গোটা দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াই। সন্তানদের যথাযথ দেখাশোনা করেন না দেবিকা (রানি), এই অজুহাতে তাঁর দুই সন্তানকে কেড়ে নেবে নরওয়ে প্রশাসন। দেবিকাকে ‘অযোগ্য় মা’-এর তকমা দেওয়া হবে কারণ সে ছেলেমেয়েকে হাতে করে খাওয়ার খাওয়ায়, এক বিছানায় নিয়ে ঘুমোয়। রানি নিজেও একজন মা। মাতৃত্বে প্রসঙ্গে কথা উঠতেই রানি জানিয়েছেন, অল্প বয়সে মায়ের দৌলতেই অভিনয়ের জগতে আসেন তিনি।
রানি পরে বুঝতে পারেন তাঁর পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো নয়, এবং কাজ করে তিনি সেই পরিস্থিতিকে খানিকটা হলেও পালটাতে পারবেন। এক সাক্ষাৎকারে রানি বলেন, ‘যখন আমি বড় হচ্ছি, আমার কাছে একটা অফার আসে। আমার মা খুব শান্তভাবে বলেছিল, চেষ্টা কর যদি না চলে তাহলে আবার পড়াশোনায় মন দেবে। আমি সেইসময় বুঝতে পারিনি, আমার পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ ছিল, আর্থিক সহায়তার দরকার ছিল। কিন্তু সেইসময় আমার মাথায় আসেনি ব্যাপারটা। কারণ কোনও বাচ্চাই ভাবে না তাঁর বাবা-মা ভালো নেই’।
অভিনেত্রীর সংযোজন, ‘আমাকে আর আমার ভাইকে খুব স্বচ্ছন্দে বড় করেছেন বাবা-মা। আমি সত্যি গর্বিত সেইদিন মা আমাকে রাজি করিয়েছিল অভিনয়ের জগতে আসতে, কারণ আজ আমি নিজের পেশাকে ভালোবাসি’। ছেলেবেলা থেকে বড় হয়ে আইনজীবী বা অন্দরসজ্জা শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন রানি।
রানির বাবা রাম মুখোপাধ্য়ায় বেশ কিছু হিন্দি ও বাংলা ছবি পরিচালনা করেছেন। ‘হাম হিন্দুস্তানি’, ‘লিডার’-এর মতো বলিউড ছবির পরিচালক তিনি। রানির ডেবিউ ছবি ‘বিয়ের ফুল’ও তৈরি হয়েছিল রাম মুখোপাধ্যায়ের পরিচালনায়।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে রানির স্বামীর চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও এই ছবিতে থাকছেন জিম সর্ব, নীনা গুপ্তারা।
আরও পড়ুন-কলকাতার মেয়ের লড়াই পর্দায়, রানিকে কী বার্তা বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ সাগরিকার?
For all the latest entertainment News Click Here