পরিবারকে নিয়ে দেখার মতো ছবি! ‘কবীর সিং’ নিয়ে ফের সাফাই গাইলেন শাহিদ
শাহিদ কাপুরের কেরিয়ারের অন্যতম সফল ছবি ‘কবীর সিং’। বক্স অফিসে সাফল্য পেলেও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। নায়িকার গালে নায়কের সপাটে চড় কষানোর দৃশ্য নিয়ে নিন্দার ঝড় ওঠে দর্শকমহলে। রাতারাতি ‘নারীবিদ্বেষী’-র তকমা পান পরিচালক। সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেতারা।
মুক্তির তিন বছর পর ফের নিজের ছবি নিয়ে সাফাই গাইলেন শাহিদ। তিনি বললেন, ‘কবীর সিং কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য ছবি। কিন্তু প্রচুর মানুষ ছবিটিকে তাঁদের পরিবারের সঙ্গে দেখেছেন এবং পছন্দ করেছেন। ছবিতে ক্ষিপ্রতা আছে তবু মানুষের সেটা ভালো লেগেছে।’
দক্ষিণী ছবি ‘অর্জুন রেড্ডি’র পুনর্নির্মাণ ‘কবীর সিং’ বক্স অফিসে ২৫০ কোটির ব্যবসা করেছিল। কিন্তু শাহিদের ‘জার্সি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই ছবিটিও একই নামের একটি দক্ষিণী ছবির রিমেক। তবে কেন এই ব্যর্থতা? তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, ‘ছবিটি প্রেক্ষাগৃহে আনার জন্য আমরা দু’বছর অপেক্ষা করেছি। আমার মনে হয়, এমন সময়ে ছবিটি নিয়ে আসা উচিত হয়নি যখন মানুষ বিনোদনের থেকেও বেশি স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিল।’
(আরও পড়ুন: মীরার সঙ্গে রোম্যান্টিক নাচ শাহিদের, ইশান-কুণাল খেমুর দুর্দান্ত ভাংড়া! দেখুন)
তবে এখন আর সে সব নিয়ে ভাবতে নারাজ শাহিদ। কাজে মন দিয়েছে তিনি। খুব শীঘ্রই ওটিটি-তে হাতেখড়ি হবে তাঁর। রাজ এবং ডিকে-র পরিচালনায় ‘ফারজি’ নামে এক সিরিজে অভিনয় করবেন তিনি।
(আরও পড়ুন: মাইক হাতে শাহিদ, জমকালো জন্মদিন পার্টি মীরার! ডিনারে মেনু কী? সন্ধান তারকা)
For all the latest entertainment News Click Here