‘পরিবর্তরা সুযোগ পেলেই ভালো খেলেছে’, পূজারা, রাহানেদের ‘দরজা’ বন্ধ করলেন রোহিত?
অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার জন্য কি ভারতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল? তেমন আঁচ পাওয়া গেল ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কথায়। দরজা পুরোপুরি বন্ধ না হলেও দলে ফেরা যে বেশ কঠিন, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন রোহিত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘দলে যাই পরিবর্তন হোক না কেন, সেটা সবসময় নতুনভাবে শুরু হবে। যারা পূজারা এবং রাহানের পরিবর্তে খেলবে, তারা ঘরোয়া ক্রিকেট, ইন্ডিয়া এ, ভারতের হয়ে যখনই সুযোগ পেয়েছে, তখনই ভালো খেলেছে। ওদের উপর এখন আমাদের আস্থা রাখতে হবে।’
গত মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য টেস্ট দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন রাহানে এবং পূজারা। তাঁরা দীর্ঘদিন খারাপ ফর্মে আছেন। বিশেষত রাহানের অবস্থা তো আরও শোচনীয়। তাও পূজারার অবস্থা কিছুটা ভালো ছিল। আগেভাগেই তাঁদের রঞ্জি ট্রফিতে খেলার বার্তা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সেইসময় জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা জানিয়েছিলেন, জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মার প্রধান জানান, রাহানেদের রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছে। তাঁদের জন্য ভারতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, ‘কী কারণে বাদ দেওয়া হয়েছে, তা বলতে পারব না। সেটা নিয়ে নির্বাচক কমিটি আলোচনা করেছে। আমরা অনুরোধ করেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। রঞ্জি ট্রফি খেলতে বলেছি।’ পরে আরও বিস্তারিতভাবে চেতন বলেন, ‘আমরা বলে দিয়েছি যে (শ্রীলঙ্কার বিরুদ্ধে) দুটি টেস্টের জন্য ওদের বিবেচনা করব না। তারইমধ্যে যারা দলে সুযোগ পেয়েছে, তারা কীরকম খেলে, সেদিকে নজর আছে আমাদের। আমরা কারও জন্য (ভারতীয় দলের) দরজা বন্ধ করে দেওয়ার কেউ নই। এটা ক্রিকেট। রান কর, উইকেট নাও, দেশের হয়ে খেল – এটাই সবথেকে গুরুত্বপূর্ণ।’ যদিও ইতিমধ্যে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাহানেদের নামিয়ে দেওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here