পরিচালক হিসেবে ডেবিউ সূরজ বরজাতিয়ার ছেলের, প্রথম ছবি ‘দোনো’য় আছেন কারা
‘ম্যায়নে পেয়ার কিয়া’র ৩৩ বছর পর পর্দায় ফের নতুন রোম্যান্টিক গল্প বুনতে চলেছে রাজশ্রী প্রোডাকশন হাউস।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৭৫ বছর পূর্ণ করেছে রাজশ্রী প্রোডাকশন। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে প্রোডাকশন হাউসের ৫৯তম ছবির ঘোষণা সেরেছেন নির্মাতারা। ছবির নাম ‘দোনো’। আগামী ২৫ জুলাই ডেবিউট্যান্ট পরিচালক অবনীশ বরজাতিয়া পরিচালিত ছবির টিজার মুক্তি পাবে।
বাবা-পরিচালক সূরজ বরজাতিয়ার পদাঙ্ক অনুসরণ করে পরিচালক হিসেবে এই ছবি দিয়েই হাতেখড়ি হবে অবনীশ বরজাতিয়ার। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সলমন খান এবং ভাগ্যশ্রীর মতোই নতুন প্রেমের গল্পে দুটি নতুন মুখ উপস্থাপন করবেন নবাগত পরিচালক। এ যেন নস্টালজিক থ্রোব্যাক। আরও পড়ুন: অশুভ শক্তির সঙ্গে লড়াই প্রভাস-দীপিকার, নাম বদলে ‘কল্কি 2898 AD’ হল ‘প্রোজেক্ট K’
মজার বিষয় হল, পরিচালক হিসাবে অবনীশ বরজাতিয়ার প্রথম সিনেমা, তা দিয়ে সানি দেওলের ছোট ছেলে রাজবীরও অভিনয়ে আত্মপ্রকাশ করছেন। ২০২০ সালে রাজবীরের দাদু তথা প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছিলেন।
রুপোলি জগতে নাম লেখাচ্ছেন দেওল পরিবারের আরও এক সদস্য। বলিউডে পা রাখছেন সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল। ধর্মেন্দ্র স্বয়ং এ কথা জানিয়ে নিজের ইনস্টা হ্যান্ডেলে নাতির তিনটি ছবি পোস্ট করেছিলেন। অবনীশ বরজাতিয়া পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করতে চলেছেন রাজবীর।
সে কথা জানিয়েই ধর্মেন্দ্র ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার নাতি রাজবীর দেওল সিনেমা জগতে প্রবেশ করতে চলেছে। অবনীশ বরজাতিয়ার পরিচালিত প্রথম ছবিতে অভিষেক করছে। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমার উপর যেমন ভালবাসা দিয়ে এসেচেন ঠিকত তেমনই আমার এই সন্তানদের প্রতি তেমন ভালোবাসাই রাখবেন। শুভকামনা এবং শুভেচ্ছা রইল।’
‘গদর’ অভিনেতা সানির বড় ছেলে করণ দেওল ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সাহের বাম্বা।
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রযোজনা সংস্থা রাজশ্রী প্রোডাকশনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখছেন রাজবীর। শোনা গিয়েছিল, সানির ছোট ছেলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলিউডের এককালের নামী নায়িকা পদ্মিনী কোলাপুরীর কন্যা পলোমাকে। যদিও এ বিষয় এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
For all the latest entertainment News Click Here