পরিচালক স্বামী অভিষেকের উপর চটলেন সুদীপ্তা! ইন্ডাস্ট্রির অন্দরে চলছে অন্যকথা…
পরিচালক স্বামী অভিষেক সাহার উপর কি বেজায় চটেছেন সুদীপ্তা চক্রবর্তী! সোমবার রাতে হঠাৎ-ই ফেসবুকের দেওয়ালে ক্ষোভ উগরে দেন সুদীপ্তা। লম্বা পোস্টে লেখেন অনেক কথাই। যেখানে রেগে গিয়ে স্বামী অভিষেক সাহাকে হিমালয়ে চলে যেতেও বলেন। তবে আবার তাঁর পোস্টে ভদ্র, শান্ত, মার্জিত বলে উল্লেখ করে নিজেকে বাচাল বলতেও পিছপা হননি ঠোঁটকাটা সুদীপ্তা। নিজের পোস্টটি অভিষেক সাহাকে ট্যাগও করেন। ঠিক কী লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী ? আর কেনই বা এতটা রেগে গিয়েছেন তিনি?
সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘প্রায় তিন বছর ধরে খেটে, দিনরাত এক করে, তিল তিল করে বড় করে তুললে একটা বাচ্চাকে, সমস্ত রকম প্রতিকূলতার সঙ্গে লড়ে গেলে তার জন্য, অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করলে প্রাণপণ, তারপর হঠাৎ একদিন শুনলে তার বাবা অন্য কেউ, বাচ্চা কে কেড়ে নিয়ে, তাকে রঙ্গীন জামা পরিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। আজ সারা দুনিয়া সেই বাচ্চার প্রশংসা করছে (নাকি শুধু রঙ্গীন জামার ই প্রশংসা করছে ?), আর সেসব icecream এর মত চেটেপুটে খাচ্ছে অন্য লোক। আর তুমি অশান্তি এড়াতে চুপচাপ গ্যালারি তে বসে খেলা দেখে চলেছ আর মিটমিট করে হেসে চলেছ ! Avishek Saha তোমার জন্য হিমালয়ে যাবার সব ব্যবস্থা করে দিচ্ছি। মাইরি বলছি, তুমি please চলে যাও। দাড়ি গোঁফ যা গজিয়েছে, ওরা তোমাকে এমনিই নিয়ে নেবে ওদের দলে। তোমার মত মানুষ এই (অ)সভ্য দুনিয়া deserve ই করে না।’ এরপর ব্রাকেটে নিজের প্রসঙ্গ টেনে ফের স্বামীর ভালোমানুষ স্বভাবের প্রশংসা করে লেখেন, ‘আমি তোমার মত শান্তিপ্রিয়, ভদ্র, সভ্য, মার্জিত বোধ হয় নই। আর হতেও চাই না। এই অসভ্য, বেয়াড়া, বাচাল বউ কে গত ৮ বছর যেমন সহ্য করে আসছো, আগামী ৮৮ বছর ও করে নেবে, আমি জানি’। Wish you all the very best !’ সব শেষে লিখেছেন, ‘খেলা হবে’। প্রসঙ্গত, সোমবার ছিল সুদীপ্তা চক্রবর্তী ও অভিষেক সাহার বিবাহবর্ষিকী।
কিন্তু ঘটেছে টা কী? জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর পরিচালক স্বামী অভিষেক সাহাকে নিয়ে কেনই বা এত ক্ষোভ! যদিও সেই ক্ষোভেও ভালোবাসা মিশে রয়েছে। সে যাই হোক, বিষয়টি জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অভিষেক সাহার সঙ্গে। বিষয়টি জিগ্গেস করায় তিনি বলেন, ‘এবিষয়ে আমি সত্যিই কিচ্ছু বলব না। আমি সত্যিই বরাবরের জন্য ভীষণ চুপচাপ মুখচোরা মানুষ। তাই এবারও চুপই থাকতে চাই।’ ফোন করা হলে সুদীপ্তা চক্রবর্তী জানান, তিন এই মুহূর্তে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ‘বাঘাযতীন’-ছবিটির শ্যুটিংয়ে উড়িষ্যার ‘বারিপদা’য় রয়েছেন। ভীষণই মনোরম পরিবেশ তাই এখন এসব নিয়ে কথা বলতে ঠিক একটা ইচ্ছুক নন।
তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পেতে শোনা গেল অন্যকথা। জানা যাচ্ছে, দিতিপ্রিয়া রায় ও সুহোত্র মুখোপাধ্যায় অভিনীত ‘ডাকঘর’ ওয়েবসিরিজটির পরিচালনার দায়িত্বে ছিলেন সুদীপ্তা চক্রবর্তীর পরিচালক স্বামী অভিষেক সাহা। ওয়েব সিরিজের অনেকটা অংশের শ্যুটিংও করে ফেলেছিলেন তিনি। কিন্তু মতবিরোধের জেরে ‘ডাকঘর’ থেকে সরে আসেন অভিষেক সাহা। ওয়েব সিরিজের বাকি অংশের পরিচালনার দায়িত্ব পান অভ্রজিৎ সেন। আপাতত এই সিরিজের পরিচালক হিসাবে অভ্রজিৎ সেনের নামই উল্লেখ করা হয়েছে। সেখানে নাম নেই পরিচালক সাহার। যদিও ওয়েব সিরিজটির অনেকটা অংশের শ্যুট-ই নাকি করেছেন অভিষেক সাহা। যদিও নিপাট ভদ্রমানুষ পরিচালক অভিষেক সাহা এবিষয়ে মুখ খুলতে নারাজ। আর তাতেই চটেছেন সুদীপ্তা চক্রবর্তী। তবে আবার ভালোমানুষ স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা জানতেও ভোলেননি।
For all the latest entertainment News Click Here