পরিচালক যত নষ্টের মূল! শিবপুর বিতর্কে অরিন্দম ভট্টাচার্যের নাম বাদ দেবেন অজন্তা!
ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন। সম্প্রতি ‘শিবপুর’ ছবির প্রযোজকের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গোটা ঘটনায় ইম্পারও দ্বারস্থ হন স্বস্তিকা। স্বস্তিকার অভিযোগ ছিল প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে। সন্দীপের নাম নাম ছবি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আগেই ইম্পার বৈঠকে জানিয়েছিলেন ছবির আরও এক প্রযোজক অজন্তা সিংহ রায়। এই ঘটনায় অভিনেত্রীর পাশে থাকার কথাও জানিয়েছিলেন তিনি। ফের একবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রযোজক অজন্তা সিংহ রায়।
এদিন সাংবাদিক বৈঠকে অজন্তা সিংহ রায়ের সঙ্গে ছিলেন তাঁর স্বামী কর্ণেল সিংহ রায়, ছবির সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়, অজন্তার আইনজীবী সৌভিক বসু ঠাকুর। অজন্তার দাবি, যাবতীয় ষড়যন্ত্রের মূলে ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য। আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অজন্তা গত ১০ এপ্রিল চারু মার্কেট থানায় অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিচালকের বিরুদ্ধে বলপূর্বক টাকা আদায় ও হুমকির অভিযোগ এনেছিলেন তিনি। অজন্তার কথায়, পুলিশ ডাকলেও অরিন্দম থানায় যাাননি। জ্বর হওয়ার বাহানা দেন।
আরও পড়ুন-‘আমার বেড়ে ওঠার সময় বাড়িতে পর্যাপ্ত রান্না হত না, বাগানের ফল খেয়েছি, সঙ্গে মালির মার’, অকপট সলমন
আরও পড়ুন-‘বাল্মীকি হতে শুধুমাত্র সেই খাবারই খেয়েছি, যেটা কাঁচা খাওয়া যায়। গ্ল্যামারকে মেরে আমায় এক্কেবারে শুকনো হয়েছি’, অকপট প্রসেনজিৎ
সোমবারের সাংবাদিক বৈঠকে অজন্তা সিংহ রায় বলেন, প্রথমবার প্রযোজনায় এসেই তাঁরা ভোগান্তির মুখে পড়েছেন। এখন তিনি চান, শিবপুর ছবিটি যেন নির্বিঘ্নে মুক্তি পায়। পরিচালক অরিন্দম ভট্টাচার্য যেন মতুন করে সমস্যা না তৈরি করেন। তাঁর কথায়, ভবিষ্যতে নতুন প্রযোজকদের সঙ্গে এধরনের ঘটনা ঘটলে প্রযোজরা মুখ ফেরাবেন, তাতে আখেরে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিই ক্ষতি হবে।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২২-এ এই ছবির শ্যুটিং শেষ করেন স্বস্তিকা। চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ‘শিবপুর’-এর যৌথ প্রযোজনা করছেন অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। এই ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তিনি এর আগে এই অভিযোগের বিষয়ে আনন্দবাজারকে জানান, ‘যে কোনও কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনও মন্তব্য করা উচিত নয়।’ তখন কোনও পক্ষের হয়েই মন্তব্য করা থেকে বিরতই ছিলেন পরিচালক অরিন্দম। এদিকে টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে, পরিচালকের ‘প্ররোচনা’-তেই প্রযোজকের বিরুদ্ধে এহেন অভিযোগ করেন স্বস্তিকা। যদিও পুরোটাই রটনো হচ্ছে বলে উড়িয়ে দেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তাঁর সাফ কথা ছিল, নেতিবাচক প্রচারে তিনি বিশ্বাসী নন। যদিও গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি স্বস্তিকা মুখোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here