পরিচালকের সঙ্গে ঝামেলা, হইচই-এর ওয়েব সিরিজে কাজ হারালো শোলাঙ্কি! সুযোগ পেল সৃজলা
গত মাসেই নিজের জনপ্রিয় মেগা ‘গাঁটছড়া’র হাত ছেড়েছেন শোলাঙ্কি রায়। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, শরীরটা বিশেষ ভালো নয়। তাই কিছুদিন বিশ্রাম নিতে চান। এরপর সামাজিক মাধ্যমের পাতায় চোখ রেখে দেখা যায় সোজা শিমলা চলে গিয়েছেন ছুটি কাটাতে। তারপরই সামনে আসে অভিনেত্রী তৈরি OTT-তে আত্মপ্রকাশের জন্য। বল্লভপুরের রূপকথা-খ্যাত সত্যম ভট্টাচার্যের বিপরীতে একটি কমেডি সিরিজে কাজ করবেন। যার পরিচালনার দায়িত্ব সামলাবেন কিশমিশ, দিলখুশের মতো ছবির পরিচালনা করা রাহুল মুখোপাধ্যায়। আর সেটা আসবে হইচই-তে।
তবে OTT Play-র এক বিশেষ প্রতিবেদন অনুসারে, পরিচালকের সঙ্গে বিবাদের কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন শোলাঙ্কি। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন টিভির আরেক সেনসেশন ‘মন ফাগুন’-এর সৃজলা গুহ। এই ওয়েব সিরিজটিতে আরও কাজ করছেন কাঞ্চন মল্লিক, চন্দ্রেয়ী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, রবিতোব্রত মুখার্জি, সোহম মৈত্র, অনাশুয়া মজুমদার, দুর্বার শর্মারা। লুক সেট হয়ে গিয়েছে। শুটিংও শুরু করে দিয়েছেন সকলে। তবে পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ায় শুটিং আপাতত বন্ধ রয়েছে। আরও পড়ুন: ‘মা-বাবা খুশি আদৃতের সঙ্গে সম্পর্কে’? কতটা এগিয়েছে প্রেম, ফাঁস করলেন কৌশাম্বি
এদিকে সত্যম খুব সম্প্রতিই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর শ্যুটিং শেষ করে মধ্যপ্রদেশ-ছত্তিশগড় থেকে কলকাতায় ফিরেছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম ওপাসে অভিনেতাকে মণিলালের চরিত্রে দেখা যাবে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে ব্যোমকেশ চরিত্রে দেব, সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র এবং অজিতের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য অভিনয় করছেন। আরও পড়ুন: ‘অভিনয় না জানলে…’, সৌমিতৃষাকে নিয়ে মুখ খুললেন ‘প্রধান’ প্রযোজক অতনু
অন্য দিকে, স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া-তে খড়ির চরিত্রে ব্যাপক জনপ্রিয়তার পর শোলাঙ্কি প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী বড় পরদার ছবি মুক্তির। অরিত্র সেনের শহরের উষ্ণতম দিনে-তে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরও পড়ুন: অরিজিতকে দেখে কান্না মহিলার! ভরা স্টেজে মুখে হাসি ফোটানোর মরিয়া চেষ্টা গায়কের
আর ‘মন ফাগুন’-এর পর আর নতুন কোনও প্রোজেক্টে দেখা যায়নি সৃজলাকে। মাঝে একটি কবিতার বই লিখলেও লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরেই আছেন সুন্দরী। অনেকদিন ধরেই তাঁর ভক্তরা চাইছিলেন ফিরুন তিনি। অবশেষে সে আশা পূরণ হতে চলেছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here