পরিচালকের বিরুদ্ধে টুকলির অভিযোগ, টিজার প্রকাশ্যে আসতে বিতর্কে রণবীরের অ্যানিমাল
আর মাত্র মাস খানেকের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমাল’। এই বছর এটা তাঁর দ্বিতীয় ছবি যা মুক্তি পেতে চলেছে। এর আগে তাঁর ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিটি মুক্তি পেয়েছে, এই ছবি বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছে। এবার অ্যানিমাল কেমন প্রভাব ফেলে বক্স অফিসে সেটাই দেখার। গত বছর এই অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ ছবিটিও ভালো ফল করেছিল। ফলে রণবীর যে এখন একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন যে সেটা বলা যায়। কিন্তু একি! অ্যানিমাল ছবিটির টিজার মুক্তি পেতে না পেতেই যে সেটা বিতর্কে জড়াল।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি অ্যানিমালের টিজার ২০২৩ সালের একদম প্রথম দিকেই মুক্তি পায়। এবার এল সেই ছবির টিজার। থুড়ি ছবির নির্মাতাদের কথা অনুযায়ী প্রিটিজার। আর সেই ভিডিয়ো মুক্তি পেতেই শুরু হয়েছে বিতর্ক। নেট পাড়ার অনেকেই দাবি করেছেন এই ছবির অ্যাকশন দৃশ্য নাকি একটি দক্ষিণ কোরিয়ার ছবি থেকে হুবহু টুকে দিয়েছেন পরিচালক মহাশয়। নকল করার অভিযোগ ছেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘অ্যানিমাল’ ছবির টিজারে দেখা গিয়েছে একটি সাদা শার্ট এবং দক্ষিণী স্টাইলে ধুতি পরে কুড়ুল হাতে শত্রু নিধন করছেন রণবীর। এক দল মানুষ মুখোশ পরে আছেন। তাঁদের দিকেই কুড়ুল নিয়ে তেড়ে যান অভিনেতা। আর এখানেই অনেকে দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওল্ডবয়’-এর সঙ্গে মিল পেয়েছেন। নেট নাগরিকদের একাংশের দাবি এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি ‘ওল্ডবয়’ থেকেই এই অ্যাকশন দৃশ্য টুকেছেন। টুকলির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আর তাতেই বিরোধিতা করেছেন অনেকেই। শুরু হয়েছে সমালোচনা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ছবির নির্মাতারা কিছুই জানাননি।
প্রসঙ্গত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রশ্মিকা মন্দানা এবং রণবীরকে। তাঁরা ছাড়াও এখানে আছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি, প্রমুখ। এই ছবিটি আগামী ১১ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
For all the latest entertainment News Click Here