পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না, ‘তাল’-এর জন্য জন্যই হলিউডের শিকে ছেঁড়ে অনিলের
নব্বইয়ের দশকের একদম শেষের দিকে মুক্তি পেয়েছিল ‘তাল’। সুভাষ ঘাই পরিচালিত এই মিউজিক্যাল ছবি দেখে মন ভরেনি এমন দর্শক খুঁজে পাওয়া ভূ-ভারতে দুষ্কর। ঐশ্বর্যর সৌন্দর্যে চোখ আটকে গিয়েছিল আসমুদ্রহিমাচলের। শনিবার ২৩ বছর পূর্ণ করল ‘তাল’। এই বিশেষদিনে ‘জিয়া নস্টাল’ অভিনেতা অনিল কাপুরের। এই ছবিতে সেকেন্ড লিড হিসাবে দেখা গিয়েছিল অনিল কাপুরকে। তবে অনেকক্ষেত্রেই হিরো ‘মানব’কে (অক্ষয় খান্না) ছাপিয়ে গিয়েছে বিক্রান্ত (অনিল)।
এদিন সোশ্যাল মিডিয়ায় ‘তাল’-এর সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অনিল। পাশাপাশি জানান, ‘তাল’-এ তার অভিনয়ই দেখেই ড্যানি বয়েল ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিতে কাস্ট করেছিলেন অনিল কাপুরকে।
ছবি শেয়ার করে অনিল লিখেছেন, ‘তালের ২৩ বছর! এই আইকনিক সিনেমার অংশ হতে পেরে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আসলে এই ছবিটা আমার ঝুলিতে আসাটা ভাগ্যের খেলা, এটাই আমার নিয়তি। কারণ আমার ভূমিকাটি প্রথমে গোবিন্দকে অফার করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে এসেছিল। তাল ড্যানি বয়েল দেখেছিলেন এবং এই ছবিতে আমার অভিনয় তাঁকে প্রভাবিত করে, এবং আমাকে স্লামডগ মিলিয়নেয়ারের প্রস্তাব দেন তিনি। আমার কপালকে ধন্যবাদ জানাই, আর অসাধারণ প্রতিভাবান ‘শোম্যান’ সুভাষ ঘাই সাহাবের ভালবাসা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
অনিল কাপুরের শেয়ার করা ছবির একটিকে অনিল কাপুরকে একা দেখা গিয়েছে। অপরটিতে ঐশ্বর্যর সঙ্গে এবং অন্যটিকে পরিচালক সুভাষ ঘাই-এর সঙ্গে দেখা গিয়েছে। এছাড়াও তাল-এর পোস্টারও শেয়ার করে নিয়েছেন অনিল কাপুর।
এই মিউজিক্যাল ড্রামা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই, অক্ষয় খান্না এবং অনিল কাপুর। এছাড়াও অমরিশ পুরী, অলোক নাথের মতো অভিজ্ঞরাও ছিলেন টিমে। অভিনয় করেছিলেন। ছবিটি পরে তামিল ভাষায় ডাব করা হয় এবং তার নাম ছিল থালাম। এই ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন অনিল কাপুর।
For all the latest entertainment News Click Here