পরিকল্পনায় না থেকেও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ঋদ্ধি,ব্যাখ্যা আকাশ চোপড়ার
শুভব্রত মুখার্জি: সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের তরফে প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রেডে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অন্যতম সেরা উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা। যদিও গ্রেড অনুযায়ী তার ডিমোশন ঘটেছে এটা বলা যেতেই পারে। গ্রুপ সি’তে রয়েছেন ঋদ্ধিমান সাহা। যা কিছুটা হলেও আশ্চর্যজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ নির্বাচক প্রধান চেতন শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিনিয়র দলের ভবিষ্যৎ পরিকল্পনাতে নেই ঋদ্ধিমান সাহার নাম। তারপরে ও কেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে তার ব্যাখ্যা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
সদ্য ঋদ্ধিও জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকাতে হেড কোচ রাহুল দ্রাবিড় তাকে জানিয়ে দিয়েছিলেন যে দলের ভবিষ্যৎ পরিকল্পনাতে নেই ঋদ্ধিমান সাহা। গ্রুপ-সি তে থাকার ফলে ঋদ্ধিমান সাহা বছরে ১ কোটি টাকা পাবেন বিসিসিআইয়ের কাছ থেকে। সাহার মতো ইশান্ত শর্মারও কেন্দ্রীয় চুক্তিতে গ্রুপ এ থেকে বি’তে ডিমোশন হয়েছে। ডিমোশন হয়েছে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেরও। এমন আবহে দাঁড়িয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া সাহার কেন্দ্রীয় চুক্তিতে থাকার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করলেন।
আকাশ জানিয়েছেন ‘কেন্দ্রীয় চুক্তিতে ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহা দু’জনের নাম রয়েছে। ইশান্ত আবার ৩ কোটি টাকার চুক্তিতে রয়েছে। আপনারা নিশ্চয় ভাবছেন এর পিছনে ঠিক কী কারণ থাকতে পারে। সাহাকে ঠিক কেন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হল! যখন তাকে বলেই দেওয়া হয়েছে যে তিনি আর সিনিয়র দলের ভবিষ্যৎ পরিকল্পনাতে নেই। ইশান্তেরও টেস্ট দলে ভূমিকা এই মুহূর্তে খুব সীমিত। তাও তাকে কেন ৩ কোটির চুক্তিতে রাখা হল? কেন ১ কোটির চুক্তিতে রাখা হল না। এই চুক্তিটা অক্টোবর ২০২১ সাল থেকে সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত চুক্তি। সেই কারণেই সাহা, ইশান্তরা এই চুক্তিতে রয়েছেন। ডিসেম্বর মাসে তো সাহা ভারতের হয়ে রানও করেছে।’
For all the latest Sports News Click Here