পরাণকে মিষ্টি খাওয়াচ্ছেন ‘মিঠাই’ সৌমিতৃষা! দেবের প্রধানের শ্যুট শুরু হয়ে গেল?
সৌমিতৃষার একটি ছবি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেরই ধারণা হচ্ছে বোধহয় শুরু হয়ে গেল ‘প্রধান’ ছবির শ্যুট। দেবের এই সিনেমা নিয়ে এখন উত্তেজনা চরমে। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই দিয়ে হাজার হাজার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাই তো সৌমির বড় পর্দায় পা রাখা নিয়ে মুখিয়ে আছে একাংশরা। যে ছবিতে থাকার কথা পরাণ বন্দ্যোপাধ্যায়েরও।
দিনকয়েক ধরেই এই ছবিখানা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে খুব যত্ন করে পরাণকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন দর্শকদের প্রিয় মিঠাই-রানি। কবের ফোটো এটা। সত্যিই কি শুরু হয়ে গেল শ্যুট?
এই ছবি বেশ পুরনো। জি বাংলা সোনার সংসার ২০২২-এর প্রোমো শ্যুটের সময় তোলা। সেই ছবিই নতুন করে ভাইরাল হয়েছে অন্তর্জালে। জি বাংলার মিঠাই সিরিয়ালটি আড়াই বছর ধরে চলে। একটানা ভালোবাসা পান সৌমিতৃষা আর আদৃত রায়ের জুটি। তবে সিরিয়াল শেষের সপ্তাহেই খবর মেলে, মিঠাই কাজ করতে চলেছেন বড় পর্দায়। তাও আবার দেবের বিপরীতে।
প্রধান সিনেমায় দেবের নায়িকা সৌমিতৃষা। এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখছেন তিনি। আপাতত অগস্ট থেকে ছবির শ্যুট শুরুর কথা রয়েছে। খুব সম্ভবত ব্যোমকেশ মুক্তির পরই প্রধান-এর কাজ শুরু হবে। নর্থ বেঙ্গলে হওয়ার কথা রয়েছে শ্যুটিং। ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও। ছবির পরিচালক ও প্রযোজক যথাক্রমে অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী। আরও পড়ুন: এক হাতে নিয়েই বোলিং সাইয়ামির, কোচ অভিষেক! চমক ‘ঘুমর’-এর মোশন পোস্টারে
সৌমিতৃষাকে নিয়ে ইতিমধ্যেই প্রশংসার সুর তাঁর প্রথম ছবির প্রযোজকের মুখে। অতনুকে বলতে শোনা গিয়েছে, ‘ও তো এই মুহূর্তে টিভির সবচেয়ে জনপ্রিয় মুখ। অভিনয় না জানলে কেউ এতটা জনপ্রিয়তা পেতে পারে না। সেটা ও নিজের ক্ষমতায় করে দেখিয়েছে। আমার নিশ্চিত সঠিক চরিত্রায়ন হয়েছে।’
সৌমি নিজেই জানান, দেবের অভিনয় দেখে বড় হওয়া। দেবের বড় ভক্ত তিনি। তাই দেবের বিপরীতে বড় পর্দায় পা রাখাটা তাঁর স্বপ্ন পূরণ হওয়ার সামিল। সম্প্রতি এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে এক ছাদের নীচে হাজির ছিল ‘প্রধান’ জুটি। সেই ছবিও ভাইরাল হয়েছিল এভাবেই। পাশাপাশি বেশ মানিয়েছিল দুজনকে। সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিস প্রযোজিত ‘প্রধান’।
For all the latest entertainment News Click Here