পরমের কি মন খারাপ? হঠাৎ গিটার হাতে কেন গাইছেন ‘ঘরে ফেরার গান’?
‘ঘরে ফেরার গান’ বলতেই প্রথম নামটা যেটা অধিকাংশ বাঙালির মনে পড়ে সেটা হল মহিনের ঘোড়াগুলি। এই ব্র্যান্ডের অন্যতম বিখ্যাত গান হল এটি। এবার সেই একই নামের একটি ছবি মুক্তি পেতে চলেছে। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহাকে। এই প্রথমবার এই দুই টলি তারকা পর্দায় জুটি বাঁধতে চলেছেন। আগেই ছবির টিজার প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল পোস্টার।
বুধবার, ১৫ জানুয়ারি প্রকাশ্যে আনা হয় ঘরে ফেরার গান ছবিটির টিজার। পরমব্রত চট্টোপাধ্যায় নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই অফিসিয়াল পোস্টারটি পোস্ট করেছেন। অভিনেতা এই ছবি পোস্ট করে লেখেন, ‘ঘরে ফেরার গানের অফিসিয়াল পোস্টার আনলাম। ছবিটি আসছে ১৭ মার্চ।’
অভিনেতা যে পোস্টার প্রকাশ্যে আনলেন সেখানে তাঁকে এবং ইশাকে মুখোমুখি বসে থাকতে দেখা গিয়ে। অভিনেতার হাতে একটি লাল গিটার এবং পরনে সবুজ টিশার্ট এবং হলদে রঙের কোট এবং জিন্স। তিনি ইশার দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে ইশা একটি লাল টিশার্ট এবং সাদা কোটের সঙ্গে একটি হলদে মাফলার গলায় দিয়ে বসে পরমব্রতকে দেখে হাসছেন।
এই ছবিটি আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র সেন। ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অরিত্র সেন এবং সৌম্যশ্রী ঘোষ। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিচালনা করেছেন এই ছবির, আর গান গেয়েছেন তিমির বিশ্বাস এবং সমদীপ্তা মুখোপাধ্যায়। হ্যাঁ, সমদীপ্তা মানে সারেগামাপা শোয়ের প্রাক্তন প্রতিযোগী।
এই ছবিটির প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবিতে ইশা এবং পরমব্রত ছাড়াও রেশমি সেন, গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এটি একটি মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা হতে চলেছে। ছবিটির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল।
ঘরে ফেরার গান ছবিতে শহরতলীর একটি মেয়ে তোরার গল্প দেখা যাবে যাঁকে বিয়ের পর লন্ডন চলে যেতে হয়। কিন্তু ধীরে ধীরে সেখানে তোরার দম বন্ধ হয়ে আসতে থাকে। ভিতর ভিতর টানাপোড়েন, বাইরে মেকি ভালো থাকার অভিনয় করে ক্লান্ত হয়ে পড়ে সে। তখন তাঁর সঙ্গে আলাপ হয় ইমরানের। ইমরান হলেন একজন গায়ক। এই দুইয়ের আলাপ হওয়ার পর তাঁদের জীবন কীভাবে পাল্টে যায়, অন্য খাতে বইতে শুরু করে সেটাই দেখা যাবে এই ছবিতে।
For all the latest entertainment News Click Here