পরবর্তী ৫-৬ বছরের জন্য দল গড়ার লক্ষ্যে রাজস্থান, পরিকল্পনা ফাঁস করলেন স্যামসন
হাতে আর মাত্র দিন দুয়েক, তারপরেই ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। নিলামের জন্য সবদলেরই পরিকল্পনা প্রায় তৈরি। ৬২ কোটি টাকার পার্স নিয়ে নিলামে দল গোছাতে নামছে রাজস্থান রয়্যালস। নিলামের আগেই দলের অধিনায়ক সঞ্জু স্যামসন স্পষ্ট করে দিলেন, শুধু এই মরশুম নয় আসন্ন পাঁচ-ছয় মরশুমের কথা মাথায় রেখেই তাঁরা দলে তৈরি করতে উদ্যোগী।
মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে স্যামসন বলেন, ‘এই নিলামটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই বারেই পরবর্তী পাঁচ-ছয় মরশুমের ভিতটা তৈরি হবে। সেই কারণেই মরশুমের আগে আমরা যতজনকে সম্ভব ট্র্যাক করেছি এবং ট্রায়ালেও অনেককে সুযোগ দিয়েছি। আমাদের লক্ষ্যের সঙ্গে যারা খাপ খায়, যারা আমাদের নীতি মেন চলবে এবং দলকে শীর্ষে পৌঁছে দেবে, এমন খেলোয়াড়দেরই আমরা দলে নিতে আগ্রহী।’
আইপিএলের প্রথম মরশুমে খেতাব জয়ের আর কোনোদিনই তেমন সাফল্য পায়নি রাজস্থান। এবার তারা নিলামের আগে অধিনায়ক স্যামসনের পাশাপাশি তারকা উইকেটকিপার ব্যাটার জোস বাটলার এবং তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে ধরে রেখেছে। নতুন করে দল গড়ার স্বার্থে বেশ বড় রকমের অর্থ রয়েছে রাজস্থানের ঝুলিতে। এবার তারা কতটা শক্তিশালী দল গড়তে পারে এখন সেটাই দেখার। নিলামের আগে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে, ফ্রাঞ্চাইজি যে চোখের পাশপাশি প্রযুক্তিরও সাহায্য নিতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছেন ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা।
For all the latest Sports News Click Here