পরবর্তী ভারত অধিনায়ক কে হবেন? নাম বলে দিলেন DC কোচ রিকি পন্টিং
দু’বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ভারতীয় দলের ভবিষ্যত অধিনায়ক হিসেবে উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের নামই বলেছেন। পাশাপাশি পন্ত যে একজন সফল অধিনায়ক হিসেবে প্রমাণিত হবেন, তাতে কোনও সন্দেহ নেই বলেই জানিয়েছেন পন্টিং। গত মরশুমে আহত শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে পন্তকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এবং পন্টিংয়ের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট এই বছরও পন্তের উপরেই পূর্ণ আস্থা রেখেছে।
ভবিষ্যতে সফল ভারত অধিনায়ক হবেন পন্ত
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ১৫-এর উদ্বোধনী ম্যাচের প্রাক্কালে পন্টিং একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আইপিএলের মতো চাপের টুর্নামেন্টে এই ভূমিকার অভিজ্ঞতা অর্জন করার পরে, আমার সন্দেহ নেই যে আগামী সময়ে ঋষভ ভারতের অধিনায়ক হতে পারে। পাশাপাশি অধিনায়ক হলে ও যে সফলও হবে, এই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।’
রোহিত এবং ঋষভের মধ্যে অনেক মিল রয়েছে
পন্টিং আরও মনে করেন যে পন্ত এবং মুম্বই ইন্ডিয়ান্সকে রেকর্ড পাঁচ বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মার মধ্যে অনেক মিল রয়েছে। পন্টিং বলেওছেন, ‘আমি আসলে এটা নিয়ে ভাবিনি। কিন্তু আমি মনে করি, ওরা অনেকটাই এক রকম। রোহিত যখন মুম্বইয়ের দায়িত্ব গ্রহণ করেছিল, তখন ও বেশ তরুণ ছিল এবং ও ওর আন্তর্জাতিক কেরিয়ারও সেই সময়ে শুরু করেছিল। ওর বয়স তখন সম্ভবত ২৩-২৪ হবে, এখন ঋষভের বয়সের সমান।’
For all the latest Sports News Click Here