পরপর ৫টি ছক্কা মেরে আউট, ছয় বলে ৬ ছক্কার নজির ছোঁয়া হল না ইদ্রিসের: ভিডিয়ো
টি-২০ ক্রিকেটে ঠিক এরকম ব্যাটিং দেখতেই দর্শকরা মাঠে আসেন। আদনান ইদ্রিশ কুয়তে সিক্স নেশনস টি-২০ ক্রিকেট লিগে ব্যাট হাতে যরকম তাণ্ডব চালালেন, তাতে পয়সা উসুল মনোরঞ্জন হওয়াই স্বাভাবিক।
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান একাদশের বিরুদ্ধে মাঠে নামে কুয়েত একাদশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান একাদশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
কুয়েতের জাতীয় দলের ক্রিকেটার আদনান ইদ্রিস পাকিস্তান একাদশের হয়ে ইনিংসের ওপেন করতে নেমে ৯টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ১৬৩ রান করেন। তিনি ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ৪৫ বলে।
নিজের ধ্বংসাত্মক ইনিংসের পথে একসময় পরপর ৫ বলে ৫টি ছক্কা হাঁকান আদনান। যদিও একই ওভারে নয়, বরং ইনিংসের ১৯তম ওভারের শেষ ২টি বলে আদনান ছক্কা মারেন। শেষ ওভারের প্রথম বলে ১ রান নেন আদনানের সঙ্গী ব্যাটসম্যান এহসান উল হক। স্ট্রাইকে এসে পুনরায় পরপর ৩টি বলে ছক্কা মারেন ইদ্রিস। একটানা ৬টি বলে ছক্কা মারার সুযোগ ছিল তাঁর সামনে। তবে পরের বলে আউট হয়ে বসেন আদনান।
পালটা ব্যাট করতে নেমে কুয়েত একাদশ ১৮.২ ওভারে ৫৭ রানে অল-আউট হয়ে যায়। বাস্তকি ফাহাদ দলের হয়ে সব থেকে বেশি ১৫ রান করেন। ৪ ওভারে কোনও রান খরচ না করে ৪টি উইকেট দখল করেন ইমরান আলি। তিনি ৪ ওভারই মেডেন নেন। ২২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান একাদশ।
For all the latest Sports News Click Here