পরপর ২ ইনিংসে একটাও অতিরিক্ত রান দিল না অস্ট্রেলিয়া, গড়ল বিরল নজির
শুভব্রত মুখার্জি: ইন্দোর টেস্টের প্রথম দিনের খেলা শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। ভারতকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছেন অজি বোলাররা। বিশেষত তাদের স্পিনাররা এদিন নাকানিচুবানি খাইয়েছে ভারতীয় ব্যাটারদের। যার ফলে বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গেছে মাত্র ১০৯ রানে। আর তা সম্ভব হয়েছে অজিদের শৃঙ্খলা পরায়ণ বোলিংয়ের কারণেই। আর এর ফলে তাঁরা গড়ে ফেলেছেন এক নয়া নজিরও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একেবারে বিরল নজির বলা চলে। প্রথম দল হিসেবে টেস্টের পরপর দুটি ইনিংসে একটিও অতিরিক্ত রান না দেওয়ার নজির গড়েছে তাঁরা।
অজিরা অবশ্য এই নজির ইন্দোর টেস্টে গড়েনি। বরং তাঁরা এই নজির গড়েছে ইন্দোর এবং দিল্লি টেস্ট মিলিয়ে। বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেখানে চতুর্থ ইনিংসে অজিরা একটিও অতিরিক্ত রান দেয়নি। আর এদিন ইন্দোরের তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসেও তাঁরা একটিও অতিরিক্ত রান না দিয়ে গড়ে ফেললেন নয়া এবং অবশ্যই বিরল নজির। এদিন ভারতের ইনিংসে অজিরা মোট ৩৩.২ ওভার বোলিং করেছে। যার মধ্যে মিচেল স্টার্ক ৫ ওভার বল করে দিয়েছেন ২১ রান নেননি কোন উইকেট। ক্যামেরুন গ্রীন ২ ওভারে দিয়েছেন ১৪ রান। ম্যাথু কুহনেম্যান ৯ ওভার বল করে ২টি মেডেন বল করে ১৬ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। নাথান লিয়ন ১১.২ ওভার বল করে ২টি মেডেন-সহ ৩৫ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। টড মার্ফি ৬ ওভার বোলিং করে একটি মেডেন-সহ ৩৫ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট।
তবে বল হাতে অজিরা শৃঙ্খলা পরায়ণ বোলিংয়ের নজির গড়লেও ভারতীয় বোলারদের মধ্যে তার অভাব ছিল। যার খেসারত দিতে হয়েছে ভারতকে। রবীন্দ্র জাদেজার বলে কাট করতে গিয়ে ব্যাটের ভিতরের দিকের কানায় লেগে বোল্ড হন মার্নাস ল্যাবুশান। যদিও পরবর্তীতে টিভি আম্পায়ার রিপ্লে দেখে নো বলের সিদ্ধান্ত দিলে বেঁচে যান তিনি। রবীন্দ্র জাদেজা চার উইকেট নিলেও তাঁর ২৪ ওভারের স্পেলে করেছেন দুটি নো বল। পাশাপাশি মহম্মদ সিরাজ ও দুটি নো বল করেছেন। মাত্র ৩ ওভার বোলিং করার ফাঁকে তিনি দুটি নো বল করে বসেছেন। এদিন ভারত প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছে। যার জবাবে প্রথম দিন শেষে অজিদের স্কোর ৪ উইকেটে ১৫৬।
For all the latest Sports News Click Here