পরপর দুই ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের, এ বার আটকে গেল ATK MB-কে হারানো রাজস্থানের কাছ
এটিকে মোহনবাগানকে হারিয়ে প্রথমে নজর কেড়েছিলেন অনামী রাজস্থান ইউনাইটেড এফসি। বৃহস্পতিবার আবার ইস্টবেঙ্গলকে আটকে দিয়ে তারা বুঝিয়ে দিল, আই লিগ খেলা দলও আইএসএল দলের বিরুদ্ধে সমান ভাবে দাপট দেখাতে পারে। এ দিন ম্যাচের ফল গোলশূন্য ভাবেই শেষ হয়।
এই নিয়ে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জিততে ব্যর্থ স্টিফেন কনস্ট্যানটাইনের লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচে ভারতীয় নৌসেনার বিরুদ্ধে ড্র করার পর বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধেও আটকে গেল তারা। এই ম্যাচও গোলশূন্য। ডুরান্ডে কাপে দু’টি ম্যাচ খেলে ফেললেও, ইস্টবেঙ্গল এখনও গোল করতে পারেনি। মোদ্দা কথা হল, লাল-হলুদের যেটা আসল সমস্যা, সেটা কিন্তু এই মরশুমের শুরু থেকেই টের পাওয়া যাচ্ছে। সেটা হল গোলের মুখ খুলতে না পারার সমস্যা। আর এর পর শক্তিশালী দলের বিরুদ্ধে খেললে তো গোল হজমও করতে হবে। অথচ গোলের মুখ খুলতে তারা পারবে না। যেটা গত দু’বছরের আইএসএলে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Durand-এর দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয়, এ বার ISL-এর লিগজয়ীদের উড়িয়ে দিল মহমেডান
প্রস্তুতি ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত এই মরশুমে যে তিনটি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল, প্রতিটি ম্যাচই শেষ হয়েছে গোলশূন্য ভাবে। যাইহোক এটিকে মোহনবাগানের মতো রাজস্থানের বিরুদ্ধে তাদের হারতে হয়নি, এই যা রক্ষা। কারণ ম্যাচটি লাল-হলুদ হারতেও পারত। যদি না রাজস্থান পেনাল্টি পেয়ে নষ্ট করত।
আরও পড়ুন: শুরুতেই ধাক্কা,I-League-এর অনামী টিমের কাছে লজ্জার হার ATK MB-র
রাজস্থানের বিরুদ্ধে প্রথম একাদশে দুই বিদেশিকে রেখেছিলেন কনস্ট্যানটাইন। গত ম্যাচে পরিবর্ত হিসেবে নামা অ্যালেক্স লিমা এ দিন প্রথম থেকেই শুরু করেন। অন্য় জন কারালাম্বোস কিরিয়াকু। প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। রাজস্থানকে বিশেষ বলের নিয়ন্ত্রণ দিচ্ছিল না তারা। তবে লাল-হলুদের গোল করার লোকের অভাবটা প্রবল ভাবে চোখে পড়েছে। ম্যাচের ২৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। অনিকেত যাদবের পাস থেকে অমরজিৎ সিংয়ের গোল বারে লেগে চলে যায়। পর পরই গোলমুখে সুহেরের শট অসাধারণ দক্ষতায় বাঁচান রাজস্থানের গোলকিপার নীরজ কুমার।
৬৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে রাজস্থানের সামনে। পেনাল্টি পেয়েও সেটা মিস করে রাজস্থান। সের্জিয়ো বারবোজার দুর্বল প্রচেষ্টায় তা সম্ভব হয়নি। বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন কমলজিৎ। ম্যাচের একদম শেষ সময়ে রাজস্থান প্রায় গোল করেই ফেলেছিল। যদিও কোনও অঘটন ঘটেনি।
দু’ ম্যাচে ড্র করায় দু’পয়েন্ট নিয়ে ইমামি ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে। এক ধাপ নীচে রয়েছে এটিকে মোহনবাগান।
For all the latest Sports News Click Here