পরপর চ্যানেল টপার,শুরুতেই বাজিমাত ফুলকির! সাফল্যের ফর্মুলা ফাঁস ‘রোহিত’ অভিষেকের
শুরুতেই বাজিমাত ‘ফুলকি’র। স্টার জলসার ‘সন্ধ্যাতারা’কে পরপর দু-সপ্তাহ মাত দিল জি বাংলার এই মেগা। শুধু তাই নয়, টানা দু-বার চ্যানেল টপার দিব্যানি-অভিষেকরা। সার্বিক টিআরপি তালিকাতেও ‘অনুরাগের ছোঁয়া’র পর দু-নম্বরে জায়গা করে নিয়েছে ফুলকি। স্বভাবতই খুশি গোটা টিম। গত ১২ই জুন থেকে একই সময়ে পথচলা শুরু হয়েছিল ‘ফুলকি’ ও ‘সন্ধ্যাতারা’র। অন্বেষা হাজরার মতো জনপ্রিয় অভিনেত্রীকে পিছনে ফেলল নবাগতা দিব্যানি। শুধু তাই নয়, দ্বিতীয় সপ্তাহে নম্বর বেড়েছে ফুলকির (৭.৪), অন্যদিকে ০.১ রেটিং কমেছে ‘সন্ধ্যাতারা’র (৪.৯)। নম্বরের ফারাক অনেকটাই তা বেশ স্পষ্ট। আরও পড়ুন-ফুলকির জোরালো পাঞ্চে জখম জগদ্ধাত্রী-গৌরীরা! শুরুতেই চ্যানেল টপার, উচ্ছ্বসিত গোটা টিম
কোন অঙ্কে বাজিমাত ফুলকির? সিরিয়ালের নায়ক অভিষেক বসু বলছেন টিআরপি নিয়ে অতিরিক্ত মাথা ঘামান না তিনি। বরং ভালো কাজই দর্শকদের উপহার দিতে চান। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিষেক বলেন, ‘যে কোনও কাজ যখন দর্শক গ্রহণ করলে তার চেয়ে বড় পুরস্কার আর কিছুই। প্রথম দু-সপ্তাহে চ্যানেল টপার করেছে সেটা তো ভালো লাগার বিষয়। তবে আমাকে যখন কোনও দায়িত্ব দেওয়া হয় তখন আমি মন দিয়ে কাজটাই করতে চাই। টিআরপির কথা আমি মাথায় রাখি না, তবে ভালো টিআরপি এলে সেটা তো ভালোই লাগে। আমরা গোটা টিম মিলে আরও ভালো কাজ করার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দর্শক আমাদের আরও ভালোবাসা দেয়।’
পরিস্থিতির চাপে পড়ে বক্সিং ছেড়ে দেওয়া রোহিতের চরিত্রে এই সিরিয়ালে দেখা মিলছে অভিষেকের। এর আগে ‘নেতাজি’, ‘গঙ্গারাম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের অংশ থেকেছেন অভিষেক। রোহিত হয়ে ওঠবার চ্যালেঞ্জ নিয়ে অভিষেক জানালেন, ‘রোহিতের মতো চরিত্র আমি আগে করিনি। ওর মধ্যে একটা চাপা কষ্ট রয়েছে, ফ্যামিলির একটা বড়সড় ক্রাইসিস রয়েছে। কেরিয়ারের একটা সমস্যা যেটা ভিতরকে থেকে নাড়িয়ে দিয়েছে। একটা সময় হাসি-মজায় মেতে থাকা মানুষ এখন পুরোপুরি গুটিয়ে গিয়েছে, রোহিত মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে ফেলে। অথচ মুখে সেই কষ্টের কথা আনে না। আমি চেষ্টা করেছি নিজের মতো করে হোমওয়ার্ক করার। সেইমতো চেহারা তৈরি করেছি। ভগবানের আর্শীবাদে সেটা দর্শকদের ভালোবাসা পাচ্ছে এটা আমার কাছে বড় ব্যাপার’।
বিয়ের ট্র্য়াকে জমে উঠেছে ‘ফুলকি’র গল্প। ‘মিঠাই’কে ৫৬ বার বেঙ্গল টপার বানানো পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের কাঁধেই রয়েছে এই মেগার দায়িত্ব। হিন্দুস্তান টাইমস বাংলাকে পরিচালক আগেই জানিয়েছেন, ‘এখনও অনেকটা পথ বাকি, সবে শুরু। তবে শুরুটা আশানুরূপ হয়েছে। কিন্তু ফুলকির যা মেরিট এটা আরও অনেক দূর যাওয়ার আছে।’
৮.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে এগিয়ে চলেছে ‘ফুলকি’ও। ওদিকে নম্বর বেড়েছে ‘ইচ্ছে পুতুল’ (৪.৪)-এর। তাই সব মিলিয়ে চাপ বাড়ছে সূর্য-দীপার উপর। আগামিতে টিআরপির লড়াই আরও জমে উঠবে তা স্পষ্ট।
For all the latest entertainment News Click Here