পরপর চারবার লিগা ওয়ানের সেরা ফুটবলার এমবাপে
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ফ্রান্সের নবীন প্রতিভাবান তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এই ছোট বয়সেই দুইবার বিশ্বকাপের ফাইনালে খেলা হয়ে গিয়েছে তাঁর। এবার চলতি মরশুমে ফরাসি ঘরোয়া লিগ লিগা ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হলেন তিনি। এই নিয়ে পরপর চার মরশুমে ফরাসি ফুটবলের শীর্ষ লিগে সেরা নির্বাচিত হলেন এমবাপে। ২০২২ সালে কাতারের ফাইনালে উঠেও আর্জেন্তিনার কাছে পেনাল্টি শুট আউটে হারতে হয়েছিল তাদের। ফাইনালে কিলিয়ান এমবাপে করেছিলেন তিনটি গোল। তবুও দলকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে পারেননি। ২০২২ সালে হারলেও ২০১৮ সালে বিশ্বকাপে কিন্তু ক্রোয়েশিয়াকে হারিয়ে ট্রফি জয় করা ফরাসি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
প্রসঙ্গত এই মরশুমেই তাদের ১১তম খেতাব জিতেছে পিএসজি। ১১তম লিগা ওয়ানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিলিয়ান এমবাপে। ফলে এতদিন যে নজির তিনি শেয়ার করছিলেন ইব্রাহিমোভিচের সঙ্গে এবার তাঁকে পিছনে ফেললেন তিনি।পরপর চারবার কোনও ঘরোয়া লিগে সেরা ফুটবলার হওয়ার নজির গড়লেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপের। তাঁর কাছে সুযোগ রয়েছে এই চুক্তি আরও এক বছরের জন্য দীর্ঘায়িত করার। চলতি মরশুম শেষেই শেষ হচ্ছে মেসি এবং পিএসজির চুক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে পিএসজির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এমবাপে।
পরপর চারবার লিগা ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে এমবাপে জানিয়েছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত ফুটবলার, স্টাফদের এবং সবাইকে যারা পর্দার পিছনে অনবরত কাজ করে চলেছেন। আমি সবসময়ে আমার পারফরম্যান্সের মধ্যে দিয়ে প্রভাব ফেলতে চেয়েছি। আমি সত্যি বলছি এত তাড়াতাড়ি এত কিছু জিতব আশা করিনি। তবে আমি আমার দেশে নয়া ইতিহাস তৈরি করতে পেরে খুব খুশি। আমি খুব খুশি যে পরের মরশুমেও আমি এখানে খেলতে পারব। ‘পিএসজি এই মরশুমে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। রেসিং স্ট্রাসবুর্গের বিরুদ্ধে তারা ১-১ বলে ড্র করে লিগ শিরোপা নিশ্চিত করেছে।মরশুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন ফ্রাঙ্ক হেইসে। তাঁর প্রশিক্ষণেই দ্বিতীয় হয়েছে আরসি লেন্স। লিগা ওয়ানের মরশুমের সেরা যে দল বাছাই করা হয়েছে তাতে পিএসজি এবং লেন্স থেকে চারজন করে ফুটবলার জায়গা করে নিয়েছেন।
For all the latest Sports News Click Here