পরনে শর্টস আর হাওয়াই চটি, এক কোমর জলে নেমে বস্তা কাঁধে খাবার বিলোলেন রণদীপ
প্রায় এক কোমর জল, ঘরবাড়ি জলমগ্ন, চারিদিকে পানীয় জল, খাবারের জন্য হাহাকার। শ্যুটিং ছেড়ে বন্যাবিধ্বস্ত হরিয়ানার সেই সমস্ত দুর্গতদের কাছে পৌঁছে গেলেন অভিনেতা রণদীপ হুডা। মানুষের কাছে পৌঁছে দিলেন বেঁচে থাকার রসদ, খাবার, পানীয় জল, ওষুধ।
সোশ্যালে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে মাথায় হলুদ পাগড়ি বেঁধে নিয়ে লাইফ জ্যাকেট পড়ে বন্যা বিধ্বস্ত এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন রণদীপ হুডা। খাবার সহ প্রয়োজনীয় সামগ্রীর বস্তা কাঁধে তুলে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। কখনও আবার শর্টস, টি-শার্ট আর হাওয়াই চটিতেই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে রণদীপকে। দুস্থ শিশুদের হাতেও তাঁকে খাবার তুলে দিতে দেখা যাচ্ছে তাঁকে। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে এই সেবামূলক কাজে ব্রতী হয়েছেন রণদীপ হুডা।
ত্রাণ শিবিরে দাঁড়িয়েও রান্নার তেল সহ বিভিন্ন রেশন সামগ্রী বিতরণ করতে দেখা যাচ্ছে। অভিনেতাকে। তাঁর সঙ্গে দেখা গিয়েছে অভিনেতার অভিনেত্রী বান্ধবী লিন লাইশারামকেও। ভিডিয়োটি পোস্ট করে সকলকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন রণদীপ। লিখেছেন, ‘সেবা… অন্যদেরকেও বাইরে আসতে এবং একে অপরকে সাহায্য করার জন্য হাত মেলাতে অনুরোধ করছি।’
আরও পড়ুন-মঞ্চে ঝাঁপ মেরে উঠে এলেন অনুরাগীরা, বিজয় দেবেরাকোন্ডা দিলেন দৌড়…
আরও পড়ুন-বন্যা বিধ্বস্ত পঞ্জাব, এক কোমর জলে নেমে খাবার, ওষুধ বিতরণ করলেন ‘এক থা টাইগার’ অভিনেতা
রণদীপ হুডার এই ভিডিয়ো দেখে বহু মানুষ অভিনেতাকে ভালোবাসায় ভরিয়েছেন। একজন লিখেছেন, ‘সম্মান।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘বলিউডে একমাত্র ব্যক্তি যিনি সর্বদা তাXর দেশের সাধারণ মানুষের জন্য এগিয়ে আসেন।’ তাঁর এক ভক্ত লিখেছেন, ‘এক হি তো দিল হ্যায় রণদীপ ভাই কতনি বার জিতোগে (আমার একটাই হৃদয় আছে, আপনি কতবার এটা জয় করবেন)?’ অন্য একজন লিখেছেন, ‘প্রকৃত মানুষ… মিস্টার রণদীপ হুডা।’
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে রণদীপ হুডা সম্প্রতি বীর সভারকরের বয়োপিকের শ্যুটিং শেষ করেছেন। প্রসঙ্গত বীর সাভারকার ছবিটি আনন্দ পন্ডিত মোশন পিকচার্স, রণদীপ হুদা ফিল্মস , লিজেন্ড স্টুডিও এবং আভাক ফিল্মস প্রযোজনা করেছে।
এদিকে সম্প্রতি বন্যা বিধ্বস্ত পঞ্জাব, এক কোমর জলে নেমে খাবার, ওষুধ বিতরণ করতে দেখা গিয়েছে ‘এক থা টাইগার’ অভিনেতা গ্যাভি চাহালকে। খাদ্য ও ওষুধ বোঝাই একটি ট্রলি নিয়ে সুবিধাবঞ্চিত শিশু তাঁদের পরিবারে জন্য খাবার বিতরণ করতে দেখা গিয়েছিল অভিনেতা গ্যাভি চাহালকে। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘খালসাএড ইন্ডিয়া ও খালসা এড নামে এই দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সবসময় মানুষের সেবা করতে এগিয়ে এসেছে। এলাকার যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন! আসুন মানবতার সেবা করি ওয়াহেগুরু।’
For all the latest entertainment News Click Here