পয়চান কৌন! ইন্দিরা গান্ধীর সঙ্গে সাদাকালো ফ্রেমে বলিউড লেজেন্ডরা, চিনতে পারছেন?
মধ্যমণি ইন্দিরা গান্ধী, প্রয়াত প্রধানমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন এককালের বলিউডের রথী-মহারথীরা। কে নেই সেই ফ্রেমে? দিলীপ কুমার, ধর্মেন্দ্র, বিনোদ খান্না থেকে শর্মিলা ঠাকুর, লতা মঙ্গেশকর। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের এক উচ্চ পদস্থ ব্যক্তি টুইটারে এই সাদাকালো ছবি শেয়ার করেছেন।
দয়ানন্দ কাম্বলে এই ছবি শেয়ার করে নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘ছবির ব্যক্তিদের চিনতে পারছেন?’ চ্যালেঞ্জ লুফে নিয়েছেন অনেকেই। ‘আয়রন লেডি’ ইন্দিরা গান্ধীর সঙ্গে হিন্দি সিনেমার আইকনদের এই ছবি এখন সুপারভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দু-বছর আগে দিলীপ কুমারের মৃত্য়ুর পর মহারাষ্ট্রের রাজ ভবনের তরফ থেকে প্রথম এই ছবি প্রকাশ্যে আনা হয়েছিল। সেই আইকনিক ছবিতে ইন্দিরা গান্ধীর পাশে অগুণতি চলচ্চিত্র তারকাদের সঙ্গে প্রয়াত দিলীপ কুমারের দেখা মিলেছিল। রাজ ভবনেই তোলা এই ছবি। শুধু ক্যামেরার সামনের তারকারাই নন, এই ছবিতে বিআর চোপড়া, রামানন্দ সাগর-সহ বহু চলচ্চিত্র পরিচালক-প্রযোজকও ফ্রেমবন্দি হয়েছেন।
আরও পড়ুন-বরের কোলে মাথা রেখে বিছানায় শুয়ে মুনমুন! বাবা-মা’র বেডরুম সিক্রেট ফাঁস রাইমার
এই ছবিতে ইন্দিরা গান্ধীর দু-পাশে দেখা মিলেছে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের। পাশাপাশি ধর্মেন্দ্র, দিলীপ কুমার, সায়রা বানু, মনোজ কুমার, ফিরোজ খান, রাজেন্দ্র কুমার,শর্মিলা ঠাকুর ফ্রেমবন্দি হয়েছেন এই ছবিতে। ঠিক কবে তোলা হয়েছিল এই ছবি তা স্পষ্ট না হলেও, ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে, ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বের প্রথম দফায় একফ্রেমে বন্দি হয়েছিল হিন্দি ছবির এই রথী-মহারথীরা।
এই তারকাদের মধ্যে অনেকেই এখন না-ফেরার দেশে চলে গিয়েছেন। রয়ে গিয়েছে অজস্র স্মৃতি। ২০২১ সালের ৭ই জুলাই প্রয়াত হন দিলীপ কুমার, পরের বছর ফেব্রুয়ারিতেই ‘কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজ কাপুর, বিনোদ খান্নারা তো বহুদিন আগেই পরলোক গমন করেছেন। রয়ে গিয়েছে অজস্র স্মৃতি। নিজেদের শিল্পের মধ্যে দিয়ে আজও দর্শক মনে অমর এই কিংবদন্তিরা।
আরও পড়ুন-‘হতে পারে বিয়ে করে এলাম..’, জন্মদিনে ‘লং ডিসট্যান্স’প্রেম নিয়ে বেঁফাস মিঠাই!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here