পন্ত যেন হতাশায় না ভোগেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করে ‘ভোকাল টনিক’ পুরানের
দু’জন ভিন্ন দেশের ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়র লিগেও অন্য দুই দলের সদস্য তারা। একজন আইপিএল খেলছেন। অন্যজন চোট সমস্যার কারণে খেলতে পারছেন না। কিন্তু এই চোট সমস্যা দু’জনকে মিলিয়ে দিয়ে গেল। এই দুই ক্রিকেটারই উইকেটরক্ষক ব্যাটার। একজন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। অন্যজন ভারতের তারকা প্লেয়ার ঋষভ পন্ত।
গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। ভয়ানক ভাবে আহত হন ভারতের এই তারকা ব্যাটার। দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। তড়িঘড়ি অস্ত্রোপচারও হয়। তাঁর চিকিৎসার সব দায়িত্ব তুলে নেয় বিসিসিআই। এই দুর্ঘটনার ফলে আপাতত মাঠের বাইরে রয়েছেন পন্ত। ফের মাঠে তাঁকে কবে দেখা যাবে, তা এখনও জল্পনার মধ্যেই রয়েছে। তবে চিকিৎসকরা মনে করছেন মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে এই ক্রিকেটারের।
চোট গুরুতর হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে এই সময়টা যে বেশ কষ্টকর, তা ভালো করেই জানেন ওয়েন্ট ইন্ডিজের ব্যাটার পুরান। প্রায় ৮ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় এই ভাবেই আহত হন ওয়েস্ট ইন্ডিজ তারকা। পুনরায় হাঁটা চলার জন্য দীর্ঘ ছয় মাস লেগে যায় তাঁর। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে অজানা কথা সামনে এনেছেন তিনি। পুরান জানিয়েছেন, ‘আমি এই বিষয়ে ঋষভের সঙ্গে কথা বলেছি। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। এই সময়টা সত্যিই খুব চ্যালেঞ্জিং। এটা এমন একটা সময় যখন অনেকেই বুঝতে পারে না। এই সময়টা খুব কঠিন। মাঝে মাঝে বিষন্নতা ঢেকে দেয় মনকে। হতাশা লাগে। কারণ সবাই দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু এটা খুব কঠিন বিষয়। সেই দিনগুলোর কথা আমারও মাঝে মাঝে এখনও মনে পড়ে।’
এছাড়াও নিকোলাস জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হতে অনেক সময় দেরি হতে পারে। মনে অনেকটাই ধৈর্য নিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। পুরান বলেন, ‘এমন কিছু সময় আসবে যখন মনে হবে শরীরের কিছু উন্নতি ঘটছে না। জীবনে সবাই উন্নতি চায়। কিছু তাড়াতাড়িও দরকার হয়। কিন্তু সব সময় এটা সম্ভব নয়। এটা খুব কঠিন সময়। এখন নিজের উপর ভরসা রাখতে হবে। এটা বিশ্বাস করা প্রয়োজন কারণ যা কিছুই ঘটছে তাঁর একটা কারণ আছে। এর উপর প্রশ্ন করা যাবে না। এর উত্তর জানা নেই। নিজের উপর নিজের পরিশ্রমের উপর এবং সর্বোপরি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here