পন্ত থাকলেন পন্তেই, ড্রেসিংরুমে এসে হাসালেন সবাইকে, তবে নিজে হাঁটছেন খুড়িয়ে
গত বছর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আপাতত মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্ত। ছিটকে গিয়েছেন আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। মনকী ওডিআই বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আইপিএল থেকে ছিটকে যাওয়ায় দিল্লি দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন ডেভিড ওয়ার্নার। উইকেটরক্ষক হিসাবে একেবারে শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলকে। এই টুর্নামেন্টে পন্ত দলে না থাকায় বেশ কিছুটা হলেও সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস দল। শুধু ২২ গজে পন্তকে মিস করছেন ক্রিকেটাররা এমনটা একেবারেই নয়। ড্রেসিংরুমেও বন্ধু পন্তকে মিস করছেন সতীর্থরা।
তাই পন্তকে মাঠে আনার অনুরোধ জানান দিল্লি দলের কোচ রিকি পন্টিং। ডাগ আউট বা ড্রেসিংরুমে পন্তকে অনুরোধ জানান তিনি। পন্টিংয়ের অনুরোধ মেনেও নেয় ফ্র্যাঞ্চাইজি। সেই মতো তারাও জানিয়ে দেয়, পন্তকে মাঠে আনতে তারাও উদ্যোগী। ডিডিসিএও ডাগআউট পর্যন্ত আলাদা রাস্তা তৈরি করে দিতে চেয়েছিল। কিন্তু ডাগআউট পর্যন্ত পন্তের থাকার ছাড়পত্র না মেলেনি বিসিসিআইয়েক পক্ষ থেকে।
দিল্লির প্রথম ম্যাচে মাঠে উপস্থিত হন পন্ত। মাঠে প্রবেশ করতেই সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। ম্যাচ শেষ হতেই দিল্লির এবং গুজরাট টাইটানসের ড্রেসিংরুমে যান ঋষভ। দেখা করেন ক্রিকেটারদের সঙ্গে। বন্ধু পন্তের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কথা বলেন গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরার সঙ্গেও কথা বলেন পন্ত। পাশাপাশি ঋদ্ধিমান সাহাকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার। শুধু গুজরাট শিবিরে নয়, দিল্লি ক্যাপিটালসের ড্রেসিংরুমের যান তিনি। কথা বলেন ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল এবং কোচ রিকি পন্টিংয়ের সঙ্গেও। সেই সঙ্গে টিপস দিলেন তাঁর পরিবর্ত হিসাবে দলে সুযোগ পাওয়া অভিষেক পোড়েলকেও।
আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। পন্ত ড্রেসিংরুমে আসায় স্বাভাবিক ভাবেই খুশি দিল্লি দলের ক্রিকেটাররা। প্রসঙ্গত, লখনউয়ের বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচে দিল্লির ডাগআউটে পন্তের জার্সি ঝুলিয়ে রাখেন ক্রিকেটাররা। যা মোটেই ভালো নজরে নেয়নি বিসিসিআই। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিসিসিআই। ঠিক তারপরই ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে মাঠে এসে সতীর্থদের সঙ্গে দেখা করলেন তিনি। অন্যদিকে পরপর দুই ম্য়াচেই হারের মুখ দেখতে হয়েছে ডেভিড ওয়ার্নারের দলকে। দিল্লির পরবর্তী ম্যাচে শনিবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here