পন্ত জানেন তাঁকে কী করতে হবে- ঋষভকে নিয়ে মুখ খুললেন দলের বোলিং কোচ পরশ মামব্রে
এই মুহূর্তে বাজে ফর্মের সঙ্গে লড়াই করছেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। তাঁর দুর্বল ব্যাটিং নিয়েও প্রতিনিয়ত সমালোচনা চলছে। এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্তকে পরামর্শ দেয় না। তিনি আরও বলেছিলেন যে তিনি পন্তের সাথে বিশেষ কিছু কথাও বলেন না। বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
আরও পড়ুন… ছেঁড়া ব্যাগি গ্রিন পরে সমালোচিত, ‘ভিলেন’ ইঁদুরকে দুষলেন স্টিভ স্মিথ!
প্রথম টেস্টের আগে, পরশ মামব্রে বলেছিলেন যে টিম ম্যানেজমেন্ট কখনই পন্তকে তার স্বাভাবিক আক্রমণাত্মক খেলা পরিবর্তন করার পরামর্শ দেবে না। কারণ সে তাঁর ভূমিকা সম্পর্কে জানে। তিনি জানেন তার কাছ থেকে আমাদের কী প্রত্যাশা রয়েছে। ৩১টি টেস্ট ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি করেছেন ঋষভ পন্ত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছেন তিনি।
ভারত বনাম বাংলাদেশ সিরিজ শুরুর আগে নেটে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছিল ঋষভ পন্তকে। এর পর পন্তের মনোভাব নিয়ে প্রশ্ন করা হয় মামব্রেকে। বোলিং কোচ জানিয়েছেন, পন্তের সঙ্গে তার এই বিষয়ে বিশেষ কোনও আলোচনা হয় না। তারা পন্তের খেলার ধরন জানেন। তারা প্রতিটি ফর্ম্যাটের জন্য এই ভাবে প্রস্তুতি নেয়। এরপরে মামব্রে জানান দলে পন্তের ভূমিকা সম্পর্কে পন্ত নিজেই অয়াকিবহাল। পন্ত জানেন তাঁকে কী করতে হবে।
আরও পড়ুন… বুড়ো হাড়ে ভেল্কি, টি২০-তে বড় নজির শোয়েব মালিকের, সামনে শুধু গেইল
ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন যে তিনি তার খেলা নিয়ে পন্তের সঙ্গে কথা বলেন না। এর সাথেই জানা গেল মামব্রেয়ের প্রথম টেস্ট নিয়ে টিম ইন্ডিয়ার কৌশল কী। তিনি প্রকাশ করেছেন যে ভারত হয় ৩ জন স্পিনার নিয়ে খেলবে বা ৩ জন ফাস্ট বোলারকে গুরুত্ব দেবে।
চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি পন্ত। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনাও কম মনে হলেও এই সিরিজে এর আগে তিনি বাংলাদেশে পৌঁছেছিলেন। দলের চিকিৎসকের পরামর্শে ওডিআই সিরিজ থেকে পন্তকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছিল।
For all the latest Sports News Click Here