পন্তের ODI গড় ৩০,স্যামসনের ৬০- সাদা বলে ক্রিকেটে সঞ্জুর হয়ে সরব কিউয়ি প্রাক্তনী
ঋষভ পন্ত বনাম সঞ্জু স্যামসন বিতর্ক এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও পন্ত টেস্টে আপাতত নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তবে তিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সেই একই সাফল্য ধরে রাখতে পারেননি। প্রকৃতপক্ষে সাদা বলের ফর্ম্যাটে আটটি অর্ধশতরান এবং একটি সেঞ্চুরি সহ ৯৫টি ম্যাচে পন্তের সংগ্রহ ১৮৪২ রান। পন্তের চেয়ে স্যামসন অনেক কম ম্যাচ খেলেছেন। মোট ২৭ ম্যাচে ৬২৬ রান করেছেন। তবে ওডিআই-তে তাঁর গড় অনেক বেশি। ঋষভের গড় ৩৫ এবং স্যামসনের গড় সেখানে ৬৬।
তবুও আশ্চর্যজনক ভাবে স্যামসন ভারতীয় দলে সীমিত সুযোগ পাচ্ছেন। অকল্যান্ডে প্রথম ওডিআই-তে তাঁকে ভারতের প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে তাঁর জায়গায় দীপক হুডাকে দলে নেওয়া হয়। যা নিয়ে তীব্র সমালোচনাও হয়েছিল। তবে পন্ত বনাম স্যামসন বিতর্কে এ বার নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার সাইমন ডুল মুখ খুলেছেন। তিনি পন্তের জায়গায় সঞ্জু স্যামসমকে খেলানোর বিষয়ে সরব হয়েছেন।
আরও পড়ুন: স্টেডিয়ামে ছাদ থাকলে ভালো হত- বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় চূড়ান্ত বিরক্ত শুভমন
ক্রিকবাজে ডুল বলেছেন, ‘ঋষভ পন্তের রেকর্ড মোটেও আহামরি নয়। ওর ৩০টি ম্যাচেগড় মাত্র ৩৫। স্ট্রাইক রেট ভালো। কিন্তু সঞ্জুর ১১ ম্যাচে গড় ৬০-এর মতো। এবং আমি মনে করি না, উইকেটকিপার হিসেবে ও কোনও অংশে কম। আমি মনে করি. ওর আরও সুযোগ পাওয়া উচিত।’
স্যামসনের ওডিআই-এর পারফরম্যান্সের প্রসঙ্গ উঠলে, লখনউতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৮৬ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এ দিকে টেস্ট ম্যাচে পন্তের রেকর্ড আবার অতুলনীয়। তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছেন। গাব্বাতে ৮৯ রানের ক্লাসিক এবং সিডনিতে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন।
আরও পড়ুন: আমরা হিরে খুঁজতে গিয়ে কি সোনা হারাচ্ছি- ভারতীয় দল নিয়ে মহম্মদ কাইফের বড় প্রশ্ন
কিন্তু সীমিত ওভারে তিনি ব্যর্থ। বিশেষ করে টি-টোয়েন্টিতে পন্তের বেহাল দশা। জুন মাসে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পন্ত একটি ঝলমলে সেঞ্চুরি করেছিলেন। যার হাত ধরে তিনি ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছিলেন। কিন্তু তার পর থেকেতাঁর ব্যাটে রানের খরা। যে কারণে ডুল ভারতের সাদা বলের সেটআপে পন্তের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁর দাবি, ‘ঋষভ পন্ত বনাম সঞ্জু স্যামসন বিতর্ক আমার জন্য একটি আকর্ষণীয় বিষয়। তবে সাদা বলের ফর্ম্যাটে পন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি। ও অবিশ্বাস্য টেস্ট প্লেয়ার, এবং তিনি টেস্টে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ভারতকে ভরসা দিচ্ছেন। এতে কোনও সমস্যা নেই? তবে তিনি কি সেরা সাদা-বল কিপার ব্যাটার? আমি নিশ্চিত নই।’
For all the latest Sports News Click Here