পন্তের কাছ থেকে ধারাবাহিকতা আশা করবেন না- কেন এমন বললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত?
অনেকেই মনে করেন ঋষভ পন্ত হলেন টিম ইন্ডিয়ার ভবিষ্যতের সুপারস্টার। সাম্প্রতিক মাস পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক। কিন্তু এখন তার জায়গায় টি-টোয়েন্টি দলে এসেছেন দীনেশ কার্তিক। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের সময় চোট পান কার্তিক। এর পরেই আশা করা হচ্ছে ঋষভ পন্ত টিম ইন্ডিয়াতে এন্ট্রি পেতে পারেন। পন্তের অনেক ভক্ত রয়েছে। কিন্তু এই ভক্তরাও ভালো করেই জানেন যে ঋষভ পন্ত একের পর এক সব ম্যাচে জেতাতে পারবেন না।
আর এই ভক্তদের মধ্যে একটি নিয়মের কথা বলেছেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। স্টার স্পোর্টসকে শ্রীকান্ত বলেছেন, ‘অবশ্যই ঋষভ পন্ত একজন সম্ভাব্য ম্যাচ উইনার। পন্ত এমন একজন খেলোয়াড় যার কাছ থেকে আপনি ধারাবাহিক পারফরম্যান্স আশা করতে পারেন না। কিন্তু সে যদি দশ ইনিংসে মাত্র তিনটি ভালো ইনিংস খেলতে পারে, তাহলে সে এককভাবে আপনাকে তিনটি ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
আরও পড়ুন… বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করেছিলাম- ভুল স্বীকার করলেন প্রধান নির্বাচক চেতন শর্মা
শ্রীকান্তের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেইনও বাংলাদেশের বিরুদ্ধে পন্তের সুযোগকে সমর্থন করেছিলেন। শ্রীকান্তকে কথার রেশ টেনে স্টেইন বলেন, ‘এটা এমন কিছু যা পন্ত বিশ্বকাপে করতে পারে। কিছু শেষ খেলা। নিজেকে হিরো বানানোর সুযোগ। ফিরছেন ঋষভ পন্ত। হয়তো এই মুহূর্তটি তার জন্য অপেক্ষা করছিল।’
কার্তিকের চোটে ফিরে, রবিবার, ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ১৫তম ওভারে চোট পান। এই ম্যাচে ব্যাট করার সময়ও বিশেষ কিছু করতে পারেননি তিনি। পাঁচ উইকেটের এই পরাজয়ের শেষ পাঁচ ওভারে উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন পন্ত। এই পরাজয়ের পর এখন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ থেকে ফিরে আসার চেষ্টা করবে ভারত।
আরও পড়ুন… PAK vs NED: বাবরের পাশে দাঁড়ালেন শাদাব, ধুয়ে দিলেন সমালোচকদের
সুপার-12-এর প্রথম তিন ম্যাচের পর ভারতের মোট পয়েন্ট চার। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের মাধ্যমে এই পয়েন্টগুলো নথিভুক্ত করেছে রোহিত ব্রিগেড। শেষ বলে পাকিস্তানকে চার উইকেটে হারিয়েছে ভারত। যেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা জিতেছে ৫৬ রানে। এই দুটি ম্যাচেই অপরাজিত ফিফটি করেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় ম্যাচে ফিফটি করেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটারই টিকতে পারেননি। আর টিম ইন্ডিয়া ২০ ওভারে মাত্র ১৩৩ রান করতে পারে। জবাবে বোলাররা সর্বোচ্চ চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে জয় পেয়ে যায়।
For all the latest Sports News Click Here