পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন জো রুট, কিংবদন্তি গাভাসকরকে টপকে সচিনের ঘাড়ে নিঃশ্বাস
এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরানের সুবাদে কিংবদন্তি সুনীল গাভাসকরকে টপকে গেলেন জো রুট। ভাঙলেন প্রাক্তন অজি দলনায়ক রিকি পন্টিংয়ের দুর্দান্ত রেকর্ড।
বার্মিংহ্যামের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন জো রুট। সেই সুবাদেই তিনি ভারত-ইংল্যান্ড টেস্ট প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসেন। এই নিরিখে গাভাসকরকে পিছনে ফেলে দেন রুট।
গাভাসকর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮টি টেস্টে ২৪৮৩ রান সংগ্রহ করেছেন। রুট ভারতের বিরুদ্ধে ২৫টি টেস্টে ২৫০৯ রান সংগ্রহ করেন। কেবল সচিন তেন্ডুলকর ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে রুটের থেকে বেশি রান করেছেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২৫৩৫ রান সংগ্রহ করেছেন। সুতরাং, এই নিরিখে তেন্ডুলকরকে টপকে শীর্ষ উঠে আসাও রুটের কাছে কেবল সময়ের অপেক্ষা।
আরও পড়ুন:- IND vs ENG Day 5: অসাধ্য সাধন রুট-বেয়ারস্টোর, রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
অন্যদিকে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দেন জো রুট। পন্টিং ভারতের বিরুদ্ধে ২৯টি টেস্টে ৮টি সেঞ্চুরি করেছেন। রুট এই নিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৯টি টেস্ট সেঞ্চুরি করলেন।
আরও পড়ুন:- IND vs ENG: প্রথম টেস্টে বৃষ্টি না হলে সিরিজ জিততাম, অজুহাত বুমরাহের
ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি টেস্ট রান করার নিরিখে রুট পন্টিংয়ের ঠিক পিছনেই চলে এলেন। প্রাক্তন অজি দলনায়ক টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে সব থেকে বেশি ২৫৫৫ রান করেছেন। সুতরাং, পন্টিংয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন রুট।
For all the latest Sports News Click Here