পন্টিংয়ের পরেই কনিষ্ঠতম শতরানকারী, তবুও উচ্ছাস নেই দ্রাবিড় ভক্ত টেগের
আয়কর রিটার্ন জমা দিয়ে কি ট্যাক্স অ্যাকাউন্টেন্টরা উচ্ছ্বাস প্রকাশ করেন?তাহলে শতরানের পর কেন তিনি (ব্যাটার) উচ্ছ্বাস প্রকাশ করবেন?
এমনই উদ্ভট যুক্তিতে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্টে শেফিল্ড শিল্ডে দুর্দান্ত শতরানের পরও কার্যত নির্বাক ছিলেন টেগ উইলি।দায়সারাভাবে কোনওক্রমে ব্যাটটা তুলেছিলেন। যিনি ১৯৯২-৯৩ সালে রিকি পন্টিংয়ের পর কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে শেফিল্ড শিল্ডে শতরান করেছেন। তাও নিজের তৃতীয় শিল্ডের ম্যাচেই সেই নজির গড়েছেন ১৮ বছরের উইলি।
পার্থে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুর্দান্ত ১০৪ রান করেন ওয়েস্ট অস্ট্রেলিয়ার ব্যাটার উইলি। যে ম্যাচে মূলত বোলাররা ছড়ি ঘুরিয়েছেন, সেই ম্যাচে উইলির দুর্দান্ত শতরানের জন্য প্রথম ইনিংসে লিড পায় ওয়েস্ট অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত আট উইকেটে জিতে যান উইলিরা। তবে সেইসব ছাপিয়ে এখন অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেট মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এরকম চাপের মুখে দুর্দান্ত শতরানের পরও কীভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারেন ১৮ বছরের ক্রিকেটার?
আরও পড়ুন: PAK vs NZ: ১ ঢিলে ৩ পাখি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করে একই সঙ্গে কোহলি, রোহিত ও ওয়ার্নারের নজির ছুঁলেন বাবর
ম্যাচের পর সেই রহস্য ফাঁঁস করেছেন ওয়েস্ট অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম ওয়াইটম্যান। ইএসপিএন ক্রিকইনফোয় তিনি বলেছেন, ‘ও (উইলি) বলেছে যে ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের পর ট্যাক্স অ্যাকাউন্টেন্টরা মোটেও উচ্ছ্বাস প্রকাশ করেন না। তাই শতরান করে আমারও উচ্ছ্বাস প্রকাশ করা উচিত নয়।’ সঙ্গে ওয়েস্ট অস্ট্রেলিয়ার অধিনায়ক যোগ করেন, ‘ও ব্যাটিং করতে খুব ভালোবাসে এবং অত্যন্ত প্রতিভাবান তরুণ ক্রিকেটার। ওর মনে হয় যে ওর বয়স ২৮।’
নির্লিপ্ত থাকা নিয়ে নিজেও মুখ খুলেছেন উইলি। দারুণ শতরানের পর কী কারণে উচ্ছ্বাস প্রকাশ করেননি, তা জানিয়েছেন ওয়েস্ট অস্ট্রেলিয়ার ক্রিকেটার। পার্থে সাংবাদিকদের তিনি বলেন, ‘হেলমেট না খোলার জন্য অনেক সতীর্থ আমায় নিয়ে মজা করছে। কিন্তু এটা নিয়ে একেবারেই হইহুল্লোড় চাই না।’ সঙ্গে তিনি বলেন, ‘আমার আসল লক্ষ্য হল টেস্ট ক্রিকেট। আমার মতে, ক্রিকেটের ওটাই সেরা। আমি বরাবরই লম্বা সময় ধরে ব্যাটিং করতে ভালোবাসি।’
দ্রাবিড় ভক্ত
উইলি বলেন, ‘আমার আদর্শ হলেন রাহুল ক্রিকেটার। অন্য যে কারও থেকে উনি বেশি নিজের উইকেটের মূল্য দিতেন। নিজের উইকেটের মূল্য দিতে এবং লম্বা সময় ধরে ব্যাটিংয়ের নিরিখে তাঁর থেকে অনুপ্রেরণা পেয়েছি আমি। কেন উইলিয়ামসনের থেকেও অনেক কিছু শেখার চেষ্টা করি।’
For all the latest Sports News Click Here