‘পদ্মশ্রী’ জয়ের পর পার্টি-থ্রো সোনুর, হাজির হয়ে গায়ককে আলিঙ্গন আমির খানের
প্রায় ছয় হাজারের বেশি গান করেছেন সঙ্গীত শিল্পী সোনু নিগম। ২৮ রকমের বেশি ভাষাতে গান গেয়েছেন তিনি। ভারতীয় ছবিতে সঙ্গীতে তাঁর অবদানের জন্য গায়ক ও সঙ্গীত পরিচালক সোনু নিগমকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সাদা রঙের ইন্ডো ওয়েস্টার্ন পোশাকে সেজে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন সোনু। পুরস্কার গ্রহণ করে মা শোভা নিগমকে উৎসর্গ করেছেন গায়ক। ২০০৩ সালের রোমান্টিক ছবি ‘কাল হো না হো’-এর টাইটেল ট্র্যাকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সোনু নিগম। ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর পার্টি থ্রো করেন গায়ক-সুরকার।
বলিউডের একাধিক ঘনিষ্ঠ সোনুর পার্টিতে হাজির ছিলেন। অভিনেতা আমির খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রোহিত রায়, কৃষাণ কুমার, গায়ক শান, নেহা ভাসিন, রাহুল বৈদ্য এবং তাঁর স্ত্রী-অভিনেত্রী দিশা পারমারও পার্টিতে হাজির ছিলেন।
![সোনু নিগমের সঙ্গে রাহুল বৈদ্য ও দিশা পারমার। সোনু নিগমের সঙ্গে রাহুল বৈদ্য ও দিশা পারমার।](https://images.hindustantimes.com/bangla/img/2022/04/01/original/rahul_1648787321779_1648798881731.webp)
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জোর অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিয়োতে, আমিরকে সোনু নিগমের সঙ্গে ছবির জন্য পোজ দিতে দেখা গিয়েছে। পার্টিতে আমির একটি কালো টি-শার্ট, নীল ডেমিনস এবং বাদামী জুতা পরেছিলেন। সোনু তার পার্টির জন্য, একটি সাদা শার্ট এবং ম্যাচিং প্যান্ট বেছে নিয়েছিলেন। ক্যামেরার সামনে তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন। নেটমাধ্যমে সোনুর পার্টির অন্দরের একাধিক ছবি ভাইরাল।
For all the latest entertainment News Click Here