পড়াশোনার পিচে বাবর-রিজওয়ান, হার্ভার্ডের ক্লাসের পরে শিক্ষিকাকে দিলেন কোরান
বর্তমানে ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। পড়াশোনার পিচে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। বাবর আজম তাঁর সতীর্থ মহম্মদ রিজওয়ানের সঙ্গে হার্ভার্ড বিজনেস স্কুলে পৌঁছেছিলেন এবং বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং স্পোর্টস সম্পর্কিত একটি এক্সিকিউটিভ প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন। তিনিই প্রথম ক্রিকেটার যিনি বিশ্বের এই বিখ্যাত বিজনেস স্কুলে পৌঁছেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত এই কার্যনির্বাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন… WTC final-এর আগে সেরা একাদশ গড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া, চমক ভারতীয়দের বাছাইয়ে
এর আগে, শনিবার বাবর হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ প্রোগ্রামে তাঁর সহপাঠীদের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। বাবর আজমের টুইটারে পোস্ট করা ছবিটি তাঁর ভাবনার একটি সংকেত দিয়েছে। পাকিস্তান অধিনায়কও তার সহপাঠীদের সঙ্গে তার চিন্তা শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে বাবর আজম লিখেছলেন, ‘বিশ্ব পরিবর্তনের জন্য প্রস্তুত কিছু চিন্তাশীল মানুষের সঙ্গে দেখা হয়েছে।’ প্রাক্তন UFC হেভিওয়েট চ্যাম্পিয়ন ফ্রান্সিস Ngannou এবং চেলসির অধিনায়ক Cesar Azpilicueta হার্ভার্ডে বাবর আজমের সহপাঠী।
আরও পড়ুন… গুজরাট এবারের সেরা দল-দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে সতীর্থদের সতর্ক করলেন MI-র গ্রিন
বাবর আজমের মহিলা সহপাঠীও একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ক্রিকেটার হিসেবে আমার পরবর্তী ক্যারিয়ার খুঁজছি।’ এদিকে বাবরের সহকর্মী মহম্মদ রিজওয়ান হার্ভার্ড বিজনেস স্কুলে তার শিক্ষককে একটি বিশেষ উপহার দিলেন। তিনি তাঁর শিক্ষিকাকে কোরআন দিয়েছেন। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের আগে বিশ্বের অনেক কিংবদন্তি খেলোয়াড় হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এই কোর্সটি করেছেন। তালিকায় রয়েছেন কাকা, জিরার্ড পিকে, অলিভার কান, এনবিএ তারকা ডার্ক নাউইটজকি, ক্রিস পল এবং পল গ্যাসোল।
আরও পড়ুন… WTC ফাইনালের আগে কামিন্স-স্মিথদের মুখে শুধু কোহলির স্তুতি
অর্থাৎ বর্তমানে হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্র হয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। শনিবার নিজের এবং সহপাঠীদের একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন বাবর। বাবর আজম তাঁর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাবরকে সহপাঠীদের সঙ্গে নিজের ভাবনা শেয়ার করেছিলেন। ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ম্যাসাচুসেটসের বোস্টনের হার্ভার্ড বিজনেস স্কুল ক্যাম্পাসে ক্লাসে অংশ নিয়েছিলেন। ক্রিকেট ভক্তদের মতে, উভয় ক্রিকেটারের গৃহীত এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি নতুন প্রজন্মের ক্রিকেটারদের শিক্ষার পাশাপাশি তাদের ক্রীড়া ক্যারিয়ারের জন্য অনুপ্রাণিত করবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here