পড়শিরা দেখছি আনন্দে আত্মহারা,ভারতের হারে উচ্ছ্বসিত পাক সমর্থকদের নিশানা পাঠানের
ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পরে পাকিস্তানের সমর্থকদের উচ্ছ্বাস কার্যত বাঁধনছাড়া। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বিদ্রুপ করতে উঠেপড়ে লেগেছে পাক নেটিজেনরা। ভারতীয় সমর্থকরা যে পালটা দিচ্ছেন না, এমন নয়। এই অবস্থায় ইরফান পাঠান ফের একবার এই সব পাকিস্তানি বিদ্রুপকারীদের নিশানা করলেন সোশ্যাল মিডিয়ায়।
অতীতে পাকিস্তানের সমর্থদের উদ্দেশ্যে ইরফান পাঠান নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন এই বলে যে, পাকিস্তানের সমর্থকদের কাছ থেকে ঔদার্য আশা করা বৃথা। আরও একবার সেই ধারণাই পোষণ করলেন পাঠান।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পরে ইরফানের পুরনো টুইটের রেশ ধরে পাক সমর্থরকা টিপ্পনি কাটতে থাকেন। যা দেখে পাঠান ফের টুইট করেন যে, ‘হঠাৎ করে সমস্ত পড়শীরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমার টাইমলাইনে প্রবেশ করছেন, কারণ ভারত ডব্লিউটিসি ফাইনালে হেরেছে। ওঁদের সম্পর্কে আমার ধারণা এক্কেবারে সঠিক ছিল।’
আরও পড়ুন:- IND vs AUS: পিচে ঘাস দেখেই ভয় পেয়ে যায় ভারত! ভুলভাল শট খেলেন রোহিতরা, WTC ফাইনালে হারের ৫ কারণে চোখ রাখুন
রোহিতদের হারে পাকিস্তানের সমর্থকদের এমন আনন্দ করতে দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পালটা কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের দাবি, ভারত তো টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলল। পাকিস্তান ফাইনালে ওঠা তো দূরের কথা, ঘরের মাঠেই টেস্ট সিরিজ জিততে পারে না।
উল্লেখ্য, ভারত এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৬টি সিরিজের ১৮টি ম্যাচের মধ্যে ১০টি টেস্টে জয় তুলে নেয়। তারা ৩টি টেস্ট ড্র করে এবং ৫টি টেস্টে পরাজিত হয়। ৫৮.৮০ গড়ে ১২৭ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালের টিকিট অর্জন করে টিম ইন্ডিয়া। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয় রোহিত শর্মাদের।
আরও পড়ুন:- ‘অলিম্পিক্সেও একটি রেসেই গোল্ড মেডেল দেওয়া হয়’, রোহিতের তিন ম্যাচের WTC ফাইনালের প্রস্তাবকে কটাক্ষ কামিন্সের
অন্যদিকে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৬টি সিরিজের ১৪টি টেস্টের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়ের মুখ দেখে। তারা পরাজিত হয় ৬টি ম্যাচে এবং ৪টি টেস্ট ড্র করেন বাবর আজমরা। ৩৮.১০ গড়ে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ৯ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শেষ করে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফলাফল: ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৭০ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসের ১৭৩ রানের খামতি মিলিয়ে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪৪ রানের। টিম ইন্ডিয়া শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩৪ রানে। ২০৯ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতে তোলে অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here