পঞ্জাবি হয়েও ক্যাথলিক নাম! বাবা ডেভিড ধাওয়ানের বায়োপিকে অভিনয় করতে চান বরুণ
শুক্রবার মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত ‘ভেড়িয়া’। ছবির প্রচারে এ শহর থেকে সে শহর দৌড়ে বেড়াচ্ছেন অভিনেতা। দু-দিন আগেই কলকাতাতেও ‘ভেড়িয়া’র প্রচার সেরেছেন বরুণ-কৃতী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘চোখ তুলে দেখো না…’ তে কোমর দোলানো থেকে মিষ্টি দই প্রীতির কথা জানিয়ে মন জিতেছেন নায়ক। এর মাঝেই বাবাকে নিয়ে বড়সড় সিক্রেট ফাঁস করলেন বরুণ।
বলিউডে আজকাল বায়োপিকের ধুম লেগেছে। তবে নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত জীবনীচিত্রে অভিনয় করেননি বরুণ। দশ বছরের ফিল্মি কেরিয়ারে কেন এখনও কোনও বায়োপিকে অভিনয় করেননি বরুণ তা জানা নেই। তবে সঞ্জু বা এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি তাঁর পছন্দের বায়োপিক জানালেন অভিনেতা। পাশাপাশি শেয়ার করলেন তিনি নিজের বাবা ডেভিড ধাওয়ানের বায়োপিক বানাতে চান।
‘ভেড়িয়া’র প্রমোশ্যানাল ইভেন্টে বরুণ বলেন, ‘সত্যি বলতে আমি আমার বাবাকে নিয়ে বায়োপিক বানাতে চাইব। সবার প্রথম তো ওঁনার নামের পিছনের কাহিনিটাই খুব ইন্টারেস্টিং। একজন পাঞ্জাবি ছেলে, যাঁর নাম ডেভিড! এটা কেন? সবাই এই প্রশ্নটা করেন।’ পাশে বসা কৃতী শ্য়াননও নিজের উত্তেজনা চেপে রাখতে পারেনি। কৃতী বলে উঠেন, ‘এর পিছনে কোনও গল্প আছে নাকি?’
কেন পঞ্জাবি হওয়া সত্ত্বেও বাবার নাম ক্য়াথলিক, তা ফাঁক করলেন বরুণ। পাশাপাশি জানালেন ডেভিড ধাওয়ানের জন্মসূত্রে পাওয়া নাম রাজিন্দর ধাওয়ান। ত্রিপুরাতে জন্ম ডেভিড ধাওয়ানের। বরুণ যোগ করেন, ‘বাবার পাশের বাড়ির ফ্যামিলি ছিল খ্রিষ্টান। উনি তাঁদের বাড়িতে যেতেন, ওঁদের মেয়ের সঙ্গে খেলতে ছোটবেলায়। তাঁরা বাবাকে ডেভিড বলে ডাকত। ওঁনার আসল নাম রাজিন্দর ধাওয়ান (Rajinder Dhawan)’।
আশির দশকের শেষের দিকে বলিউডে উত্থান ডেভিড ধাওয়ানের। যদিও পরিচালক হিসাবে কাজ শুরুর আগে এডিটর হিসাবে কাজ করেছেন ডেভিড। নব্বইয়ের দশকে বলিউডে কমেডি ছবি তৈরির ক্ষেত্রে ডেভিড ধাওয়ানের জুড়ি মেলা ভার ছিল। গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘সাজান চলে শ্বশুরাল’, ‘হিরো নম্বর ১’, ‘আন্টি নম্বর ১’, ‘হাসিনা মান যায়েগি’, ‘কিঁউ কি মেয় ঝুট নেহি বোলতা’র মতো হিট ছবি উপহার দিয়েছেন ডেভিড ধাওয়ান। সলমনের সঙ্গেও তাঁর জুটি ছিল সুপারহিট। ‘বিবি নম্বর ১’, ‘জুড়ুয়া’র মতো ব্লকবাস্টার ছবির নেপথ্যে ছিল এই জুটি। ২০০৭ সালে গোবিন্দা ও সলমনকে নিয়ে ‘পার্টনার’ ছবি তৈরি করেন ডেভিড। বাবার পরিচালনায় ইতিমধ্যেই তিনটি ছবিতে অভিনয় করেছেন বরুণ। ‘মেয় তেরা হিরো’, ‘জুড়ুয়া ২’ এবং ‘কুলি নম্বর ১’-এ দর্শক দেখেছে বাবা-ছেলের যুগলবন্দি।
For all the latest entertainment News Click Here