পঞ্চয়েত ভোটে রক্তাক্ত বাংলা! জুয়ার বিজ্ঞাপনে মজে সাংসদ নুসরত, ধেয়ে এল কটাক্ষ
বিতর্ক তাঁর নিত্য সঙ্গী। বলা যেতে পারে নুসরত জাহানের ‘মিডলনেম’ এখন বিতর্ক। পঞ্চায়েত ভোটের দিন জুয়ার বিজ্ঞাপন প্রচার করে এবার নেটপাড়ার রোষানলে তৃণমূল সাংসদ। শনিবার পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা। চারিদিকে খুন, জখম, হিংসা-মারামারি! বিশৃঙ্খল পরিস্থিতি বহু জায়গায়, জ্বলছে বাংলা। আরও পড়ুন-‘বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে বিজেপি’, টুইটে অমিতকে বিঁধলেন নুসরত
মনোনয়পত্র জমা দেওয়ার থেকে শুরু করে ভোটউৎসবের দিন, হিংসা পিছু ছাড়ল না বাংলার। রাজ্যের এমন বেহাল দশা দেখেও এতটুকু বিচলিত নন জনপ্রতিধিনি নুসরত। বরং সাংসদ হয়ে ‘বেটিং অ্যাপ’-এর বিজ্ঞাপনী প্রচারে সামিল হলেন তিনি। যা দেখে নায়িকাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন নেটনাগরিকরা।
বাংলায় পঞ্চায়েত ভোটে রক্তস্নান, একদিনে ১৫ জন মানুষের মৃত্যু নাড়িয়ে দিয়েছে রাজ্যকে। একের পর এক রাজনৈতিক দলের নেতা-কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে। রবিবারও জারি ভোট পরবর্তী হিংসা। অথচ কোনও হেলদোল নেই নুসরতের।
নায়িকার পোস্ট করা জুয়ার বিজ্ঞাপন দেখে মেজাজ হারিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন- ‘আপনি নাকি জনপ্রতিনিধি, দেখুন কতজন মানুষ খুন হল ভোটের দিন।’ অপর একজন লেখেন- ‘মেরুদণ্ডটা শক্ত রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?’ আরেকজন লেখেন- ‘ছিঃ ধিক্কার! সাংসদ হয়ে জুয়ার প্রচার করতে বিবেকে বাধে না’।
ভিডিয়োয় উলফ ৭৭৭ নামের কোম্পানির জার্সি পরেই দেখা মিলল নুসরতের, সঙ্গে শর্টস। হালকা মেকআপ আর মিনিমাম জুয়েলারিতে সেজেছেন তারকা সাংসদ।
এমনিতে সাংসদ পদে অসীন হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরত। নায়িকার ব্যক্তিগত জীবন থেকে খোলামেলা পোশাক, সবকিছু ঘিরেই বিতর্ক। বসিরহাটে নয় ইনস্টাগ্রামে দেখা মেলে নুসরতের, তারকা-সাংসদকে নিয়ে এই অভিযোগ বহু পুরোনো। এলাকায় ‘নিখোঁজ পোস্টার’ পড়ে নুসরতের নামে। এবার ইনস্টাগ্রাম পোস্টের জন্য বিতর্কে তিনি। যদিও ইনস্টাগ্রামটি কিছু পোস্ট না করলেও টুইটারে পঞ্চায়েত ভোট নিয়ে সরব হয়েছেন নুসরত।
বিজেপি সাংসদ অমিল মালব্যর একটি টুইটের জবাব দিয়ে নুসরত লেখেন- ‘সবাই দেখুন আবার একদিন, আবার মনে করিয়ে দিচ্ছি বিজেপি কীভাবে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে। নেতড়া গ্রাম পঞ্চায়েত মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কখনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে নয়, যা অমিত মালব্য বিশ্বাস করে। দুর্ভাগ্যজনক, ওনার আইটি সেল ভুয়ো বাস্তবকে ছড়াচ্ছে। এই মিথ্যে তথ্য ছড়ানো এবার বন্ধ হওয়া দরকার।’
For all the latest entertainment News Click Here