ন্যাপকিনের মতো দেখতে মালাইকার সেক্সি টপ! পোশাক নিয়ে মাকে ট্রোল করল ছেলে আরহান
টক শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ দিয়ে চর্চায় আছেন মালাইকা আরোরা। ইতিমধ্যেই করণ জোহর, ফারহা খানের মতো তারকারা এসেছেন তাঁর শো-তে। এবার অতিথি হতে চলেছেন মালাইকারই ছেলে আরহান খান। আর প্রোমো সামনে আসতেই হিট সেই এপিসোড।
দেখা যাচ্ছে মার পোশাক দেখেই হেসে ফেলেন আরহান খান। সাদা রঙের একটা ক্রপ টপ আর বেইজ রঙের প্যান্ট পরেছিলেন মালাইকা। আর মায়ের টপকে টেবিলে পরে থাকা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন এই স্টারকিড। আর সঙ্গে বললেন, মালাইকাকে এই পোশাকে নাকি জেলের কয়েদির মতো দেখতে লাগছে। শুনে মালাইকাও বেশ লজ্জায় পড়ে যান। মা-ছেলের এই খুনশুটি চলতে থাকে গোটা পর্বেই।
মালাইকা ও তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে আরহান। বয়স সবে ২০। পড়াশোনার জন্য বিদেশেই থাকেন তিনি। সিনেমা নিয়ে পড়াশোনা করছেন। বাবা আরবাজের মতো পরিচালনার শখ। তবে ক্যামেরার সামনে আসার ইচ্ছে আরহানের নেই বলেই খবর। আরও পড়ুন: বুক আর নিতম্বের ছবি তোলে শুধু পাপারাৎজিরা, ক্ষোভ উগড়ে দিলেন মালাইকা আরোরা
মুভিং ইন উইথ মালাইকাতে মায়ের সঙ্গে খোলাখুলি আড্ডা জমান আরহান। কথা প্রসঙ্গে আসে মাসি অমৃতা আরোরার কথাও। সেখানেই সলমনের ভাইপো জানান মাসি অমৃতা তাঁর দ্বিতীয় মা। আরহানের কথায়, ‘ও কিন্তু আসতে আসতে তোমার জায়গা নিয়ে নিচ্ছে। যে কোনও সময় টপ পজিশনে উঠে আসতে পারে। আমি আসলে আম্মু (অমৃতার ডাক নাম)-র দিকে একটু পক্ষপাতদুষ্ট।’
নিজের শো-তে একাধিক বিতর্ক নিয়ে কথা বলেছেন মালাইকা আরোরা। প্রায় রোজই ছবি শিকারিরা তাঁর নানা ছবি তুলে (অনেকসময়তেই তা বিতর্ক তৈরি করে) ভাইরাল করে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মালাইকাকে বলতে শোনা যায়, ‘আমি কখনও কাউকে বকা দেইনি, যদি না সে আমাকে ঠেলা বা ধাক্কা দিচ্ছে। তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ফোটো নিচ্ছ তো এখানের নাও না (বুকের উপরের দিন নির্দেশ করে), তা না করে এখানের (বুকের নীচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছে। আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায় (বুক আর নিতম্বকে নির্দেশ করেন)। এটাতে আমার সমস্যা আছে।’
For all the latest entertainment News Click Here