নো-বল করায় পাঁচদিন আগেই তুমুল ঝাড়, এবার সেই তুষারকেই প্রশংসায় ভরালেন ধোনি
পাঁচদিন আগেই তুমুল বকেছিলেন। কড়া ভাষায় বলেছিলেন যে এভাবে নো-বল করে যেতে থাকলে নয়া অধিনায়কের আওতায় খেলতে হবে তুষার দেশপাণ্ডেদের। মহেন্দ্র সিং ধোনির থেকে সেই বকুনি খাওয়ার পরেই ঘুরে দাঁড়িয়েছেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটিও নো-বল করেননি। দুর্দান্ত একটি বলে রোহিত শর্মাকে আউট করেছেন। সেজন্য তুষারের ভূয়সী প্রশংসা করলেন ধোনি।
শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইকে সাত উইকেটে হারানোর পর চেন্নাইয়ের অধিনায়ক বলেন, ‘আমরা ওর (তুষার) উপর আস্থা রেখেছি। যখন কোনও খেলোয়াড় নতুন উঠে আসে, তখন তার উপর অন্য ধরনের একটা চাপ থাকে। যখন কেউ আইপিএলে কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে, তখন সেটা প্রত্যাবর্তন বলে মনে হয়। আমার মতে, ক্রিকেটার হিসেবে সেটা অন্যতম জঘন্য অনুভূতি। ঘরোয়া ক্রিকেটের মরশুমে ও দারুণ খেলেছে। যেটা কাজে দিয়েছে। কী করতে হবে, সেটা নিয়ে ওর সঙ্গে লাগাতার কথা বলে গিয়েছি আমরা।’
আরও পড়ুন: Dhoni praises Rahane: ‘টানা ছক্কা মারার ক্ষমতা নেই তোমার’, IPL-র শুরুতেই রাহানেকে স্পষ্ট বলেছিলেন ধোনি!
ধোনি আরও বলেন, ‘যেটা পরিকল্পনা করা হয়েছে, সেটা কার্যকর করার ক্ষেত্রে ও (তুষার) অত্যন্ত ভালো। কিন্তু গত দুটি ম্যাচে কয়েকটি নো বল করেছে। যে অনুভূতিটা একেবারেই ভালো নয়। যখন নিজের বোলিং মার্ক থেকে বল করতে আসে কেউ, তখন তার জন্য সেই অনুভূতিটা একেবারে ভালো নয়। তবে ও উন্নতি করছে। রোহিতকে যে বলটায় আউট করেছে, ওটা দুর্দান্ত। ওর প্রতিভা আছে। ওকে একটু ধারাবাহিক হতে হবে। আমরা অত্যন্ত আশাবাদী।’
আরও পড়ুন: Rahane in MI vs CSK match: ৬, ৪, ৪, ৪, ৪, ১ – এক ওভারে ২৩ রান রাহানের! করলেন এবার IPL-র দ্রুততম অর্ধশতরান
যদিও দিনপাঁচেক আগেই লখনউ সুপার জায়েন্টস ম্যাচের পর তুষার-সহ চেন্নাইয়ের পেসারদের (যাঁরা নো বল করছিলেন) কড়া কথা শুনিয়েছিলেন ধোনি। সেই ম্যাচে চার ওভারে ৪৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তুষার। সঙ্গে চারটি ওয়াইড এবং তিনটি নো-বল করেছিলেন। ওয়াইড নিয়ে ধোনির সম্ভবত এতটা রাগ না থাকলেও নো-বলের জন্য চটে গিয়েছিলেন। যে তুষার প্রথম ম্যাচেও নো-বল করেছিলেন। তবে মুম্বইয়ের বিরুদ্ধে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছেন তুষার। তিন ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন। একটি ওয়াইড করেন। কোনও নো-বল করেননি।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here