নেহাতই প্র্যাকটিস, তাও ধোনিকে দেখতে পূর্ণ চিপক, বিস্ফোরণ আবেগের- ভিডিয়ো
শুভব্রত মুখার্জি: ভারতের হয়ে খেলা ছেড়েছেন দীর্ঘ দিন হয়ে গেল। তবুও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তায় যেন এতটুকুও ভাটা পড়েনি। আসন্ন আইপিএলে নামার আগে কঠোর অনুশীলনে মগ্ন তিনি। আর তাঁকে নিয়ে মগ্ন রয়েছেন তাঁর সমর্থকেরা। তাঁর অনুশীলন, জিম সেশন দেখতে যে উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ল দর্শকদের মধ্যে, তা এক কথায় অবর্ণনীয়। চেন্নাই সুপার কিংসের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিয়ো পোস্ট করা হয়েছে ধোনিকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে, সিএসকের হোম গ্রাউন্ড চিপকে যখন অনুশীলনে ব্যাট হাতে নামছেন মাহি, তখন গোটা স্টেডিয়াম জুড়ে শুধু ‘ধোনি ধোনি’ শব্দব্রহ্ম।
আরও পড়ুন: KKR-এর চিন্তা বাড়িয়ে শাকিব-লিটনকে অর্ধেক IPL-এর জন্য ছাড়ছে বাংলাদেশ- রিপোর্ট
ভিডিয়োতে দেখা গিয়েছে, সিএসকের অনুশীলন কিট পড়ে ব্যাট হাতে মাঠে নামছেন ধোনি। তিনি বাউন্ডারি লাইনের কাছে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ওঠে। উঠতে থাকে ‘ধোনি-ধোনি’ স্লোগান। তিনি মাঠে নেমে ব্যাটিং অনুশীলন শুরুর আগে পর্যন্ত ধারাবাহিক ভাবে চলতে থাকে সেই কলরব। উল্লেখ্য দিনের শুরুতেও ধোনির জিম করার একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে প্রিয় তারকাকে দেখার জন্য দর্শকদের যেন হুড়োহুড়ি পরে যায়। তারকা কী করছেন , তাঁর ছবি তোলা থেকে ভিডিয়ো নেওয়া সব কিছুকেই- ক্যামেরার ফ্রেমবন্দি করতে উদ্যোগী হন ভক্তরা।
আইপিএলের ১৬ তম সংস্করণে সিএসকেকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে প্রথম আইপিএল শুরু হওয়া থেকে দলকে টানা নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও গত বছর গোড়ার দিকে দলের অধিনায়কত্ব করেছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে শেষ দিকে অধিনায়ক হিসেবে জাদেজার খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে সরিয়ে ফের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিকে। প্রথম আইপিএলের নিলামে সব থেকে দামি ক্রিকেটার ছিলেন ধোনি। তাঁর অধিনায়কত্বে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। পাঁচ বার ট্রফি জেতা মুম্বইয়ের ঠিক পিছনেই রয়েছে সিএসকে।
আরও পড়ুন: প্রসিধের পরিবর্ত হিসেবে PBKS এবং SRH-এ খেলা ১০ বছরের অভিজ্ঞ তারকা পেসারকে নিল RR
২০২৩ মরশুমে আইপিএল খেলার কথা ধোনি আগেই জানিয়েছিলেন। এই মরশুমে তাঁর ব্যক্তিগত এবং দলগত পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করছে, সামনের মরশুমে ফেরা একবার আইপিএলে খেলছেন কিনা ধোনি। আইপিএলে চিপকে সিএসকে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস দলের।
For all the latest Sports News Click Here