নেপোটিজম সব জায়গাতেই, কী করলে জায়গা হবে বলিউডে? টোটকা বাতলে দিলেন মনোজ বাজপেয়ী
নাটকের স্টেজে দিনের পর দিন অভিনয়ই গড়ে দিয়েছে তাঁর অভিনয় ক্ষমতা। চলচ্চিত্রে অভিনয় করার আগে ব্যারি জনের অভিনয় কর্মশালার একটি সক্রিয় অংশ ছিলেন অভিনেতা। একাধিক জাতীয় পুরস্কার বিজয়ী মনোজ নিজের অভিনয়ের স্টুডিয়ো থিয়েটার অ্যাকশন গ্রুপেও শিক্ষকতা করেছেন। এবারে সেই মঞ্চের প্রতি শ্রদ্ধা জানিয়েই নয়া সিদ্ধান্ত নিলেন অভিনেতা। তার ভালবাসার মঞ্চকে গুরুত্ব দিয়ে একটি অভিনয় ইনস্টিটিউট খোলার পরিকল্পনা করছেন গুলমোহরের অভিনেতা।
আরও পড়ুন: ‘আমার মধ্যে নবাবি নেই!’ নবাব-পরিবার নিয়ে হঠাৎ কেন বললেন সারা? ঝগড়া নাকি
আরও পড়ুন: কুড়ুলের কোপ মেরেই ‘জয় মাতা দি’ বলল আততায়ী! কী ঘটেছিল সেদিন? বললেন আমন
অভিনেতার কথায়, নিজের শিল্পের ফর্মকে শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ নিতে চলেছেন তিনি। একসময় যে মঞ্চ তাঁকে সমৃদ্ধ করেছে, তারই প্রতি অর্ঘ্য। আর কী পরিকল্পনা রয়েছে অভিনেতার? সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এমন একটি কেন্দ্র খোলার স্বপ্ন রয়েছে যেখানে অন্তরঙ্গ পরিবেশে থিয়েটার ওয়ার্কশপ এবং নাটকগুলি শেখানো হবে। আমার যখন বয়স হবে, তখন আমি সেখানে পড়াতে চাই। এমন একটি মিনি-ইনস্টিটিউট তৈরি করতে চাই, যেখানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থিয়েটার করার সুযোগ থাকবে। একই সঙ্গে, এখানে থিয়েটার সম্পর্কিত সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হবে। আমার কাছে টাকা থাকলে তাই করব। এটাই আমার অবসরের পর স্বপ্নের প্রকল্প।’
আরও পড়ুন: বেশি বয়সে মা হতে ৩০ বছরেই ডিম্বানু সংরক্ষণ করেন প্রিয়াঙ্কা, পরামর্শ অন্যদেরও
আরও পড়ুন: ৪০ বছর বয়সে বাইক চালানো শিখলেন দিয়া, কেন এর কিছুটা ক্রেডিট দিচ্ছেন তাপসীকে
যদিও তাঁর পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন শহরে গড়বেন এই অভিনয়ের ইনস্টিটিউট? অভিনেতা জানান, যে শহরেই করি না কেন, মুম্বইতে করব না এটা নিশ্চিত। কারণ তাঁর কথায় মুম্বইতে ‘এরকম অনেক জায়গা রয়েছে।’ মনোজের কথায়, তিনি তৈরি করতে চাইছেন সৃজনশীল মনের একটি মিলনক্ষেত্র। যেখানে শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পড়ুয়ারা একটি প্রোগ্রামে নাম লেখাতে পারবে। থিয়েটারের অভিনয়ের আনুষ্ঠানিক শিক্ষা পাবে। পাশাপাশি মনোজ জানান, ‘আমি লোকেদের সঙ্গে কথা বলছি। আমি চাই সারা দেশ থেকে শীর্ষস্থানীয় অভিনেতা এবং ব্যক্তিত্বরা এখানে এসে বক্তৃতা দেবে।’ অভিনেতা মনে করেন, যেকোনও প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন হয়। তাই এই বিষয়ে নিজের প্রতিষ্ঠানকে সেরা কায়দায় গড়ে তুলতে চান তিনি।
তবে ‘গডফাদার’ নেই এমন নতুন অভিনেতাদের একটি পরামর্শও দেন মনোজ। তাঁর কথায় স্বজনপোষণ সবেতেই আছে। তাই নেপোটিজম নিয়ে অভিযোগ না করে কাজ শেখাটা জরুরি। নিজেকে এতটা শক্তিশালী করতে হবে, যাতে কেউ এড়িয়ে যেতে না পারে। এমন কথাই বলেন অভিনেতা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here