নেদারল্যান্ডসকে হারাল বেলজিয়াম, ১৩ বছর পর হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি
শুভব্রত মুখার্জি: শুক্রবার হকি বিশ্বকাপের সেমিফাইনালে দুটো টানটান উত্তেজনাকর ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। যেখানে কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলে হারাল জার্মানি। ফলে ১৩ বছর পরে তাঁরা পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে। অপর সেমিফাইনালে শুট আউটে নেদারল্যান্ডসকে হারাল বেলজিয়াম। ফলে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম ফাইনালে মুখোমুখি হবে জার্মানির।
আরও পড়ুন… সামনে মহেন্দ্র ধোনি স্ট্যান্ড, রাঁচির বক্সে বসে সস্ত্রীক হার্দিকদের খেলা দেখলেন
২০১৪ এবং ২০১৮ সালে ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছিল জার্মানি। তবে এবার কোন ভুল করল না তাঁরা। বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারাল তাঁরা। টোকিও অলিম্পিক গেমসের হারের বদলা এদিন নিয়ে নিল জার্মানরা। তাঁরা পৌঁছে গেল তাঁদের ইতিহাসে পঞ্চমবারের ফাইনালে। তবে এদিন ম্যাচে প্রথমার্ধটা একেবারেই ভালো যায়নি জার্মান দলের। বিরতিতে ২-০ গোলে পিছিয়ে ছিল জার্মানরা। প্রথম দুটি কোয়ার্টারে একটি করে গোল করে অস্ট্রেলিয়া। পেনাল্টি কর্ণার থেকে গোল করেন জেরেমি হেওয়ার্ড। দ্বিতীয় গোলটি করেন ন্যাথান এফরাউমস। জার্মানির হয়ে গঞ্জালো পেইলাট৪৩ এবং ৫২ মিনিটে পরপর দুটি গোল করে সমতা ফেরান জার্মানির হয়ে। ৫৮ মিনিটে ফের এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্ল্যাক গোভার্স এদিন গোল করে এগিয়ে দেন অজিদের। তবে এক মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি তাঁরা। ৫৯ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোল করে এবং নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে এদিন সমতা ফেরান পেইলাট। ঠিক তারপরের মিনিটেই অর্থাৎ ৬০ মিনিটে গোল করেন জার্মানিকে প্রথমবারের মতন ম্যাচে এগিয়ে দেন নিকলাস ওয়েলেন।
আরও পড়ুন… ENG vs AUS U19 World Cup: লো স্কোরিং ম্যাচে অজিদের ৩ রানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, সামনে ভারত
অপরদিকে নেদারল্যান্ডস দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে লিড নেয়। প্রথম কোয়ার্টারেই গোল করে তাঁরা। পেনাল্টি কর্ণার থেকে গোল করে তাঁরা। নেদারল্যান্ডস হয়ে গোল করেন জিপ জানসেন। দ্বিতীয় কোয়ার্টারেই সমতা ফেরায় বেলজিয়াম। তাঁদের গোলটি ও আসে পেনাল্টি কর্ণার থেকে। গোল করেন টম বুন। তৃতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যায় ডাচরা। পেনাল্টি কর্ণার থেকে ফের গোল করেন জানসেন। এই কোয়ার্টারের শেষ দিকেই কের্পেলের গোলে সমতা ফেরায় বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম। চতুর্থ কোয়ার্টারে ম্যাচ জয়ের সুযোগ পায় বেলজিয়াম। তবে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে পারেননি টম বুন। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। শুট আউটে ৩-২ ফলে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here