নেতৃত্ব নিয়ে ফের ক্ষোভ ওয়ার্নারের, WTC Final-এর আগে আগুনের স্ফুলিঙ্গ অজি শিবিরে
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ঠিক আগে অস্ট্রেলিয়া শিবিরে লেগে গিয়েছে গৃহযুদ্ধ। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারকা অজি ব্যাটার এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিতর্কের কেন্দ্রে দলের নেতৃত্ব।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়ার্নার। বহু দিন ধরেই অস্ট্রেলিয়ার নেতৃত্ব নিয়ে সরব ছিলেন ওয়ার্নার। স্টিভ স্মিথকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলেও, ওয়ার্নারের নাম বিবেচনা করছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। আর এটাই তারকা বাঁ-হাতি ওপেনারের ক্ষোভের কারণ।
আরও পড়ুন: ধোনির মনের জোর, তার উপর আধুনিক ফিজিয়োথেরাপি- মাহির চোট নিয়ে খেলার প্রসঙ্গে বললেন ভোগলে
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘পুরো বিষয়টাই হাস্যকর। আমি চেয়েছিলাম একটা সমাধানের পথ খুঁজতে। আর কর্তারা উত্তর না দিয়ে সমানে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ কথা বলতেই চাননি। দায়িত্ব নিতে চাননি। সিদ্ধান্ত নিতে চাননি। এমন একটা প্রশাসন যেখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই।’
আসলে ২০১৮ সালে বল বিকৃত করার দায়ে স্মিথ এবং ওয়ার্নারকে আজীবন নেতৃত্ব নির্বাসনের শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শাস্তি উঠে গেলেও নেতৃত্ব নিয়ে বিতর্ক মিটছে না। তার কারণ কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে স্মিথকে। কিন্তু ওয়ার্নারের কথা বিবেচনা করা হয়নি এখনও। যদিও গত নভেম্বরে ওয়ার্নারের আবেদনের ভিত্তিতে তাঁর শাস্তি মকুব করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: শুভমনের কোন শটে কাহিল হবে তাবড় অজি বোলাররা, বলে দিলেন পন্টিং
ওয়ার্নার জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শাস্তি মকুবের আবেদন করেছিলেন তিনি। তার ন’মাস পর নভেম্বরে প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তাঁর কাছে গোটা বিষয়টিই ছিল অত্যন্ত হতাশার। ওয়ার্নার বলেছেন, ‘সমস্যাটা শুরুতেই শেষ করে দিতে পারতেন কর্তারা। অথচ টেস্ট খেলার দিনগুলোতেও আমাকে ফোনে ব্যস্ত থাকতে হচ্ছে। আইনজীবীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এ সবের কোনও দরকারই ছিল না। গোটা ব্যাপারটাই আমার কাছে অত্যন্ত অসম্মানজনক ছিল। এ ভাবে খেলায় মনঃসংযোগ করা খুব কঠিন। এ ভাবে ভাল পারফরম্যান্স করা যায় না।’
মোদ্দা কথা ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগেই আগুন জ্বলছে অস্ট্রেলিয়া টিমে। সেটা তাদের জন্য কতটা ক্ষতির, তা নিয়ে চর্চা চলছে। আর এই সুযোগটা টিম ইন্ডিয়া কাজে লাগাতে পারে কিনা, সেটাও দেখার বিষয়!
For all the latest Sports News Click Here