নেতাজি ইনডোর ভাসল অরিজিতের গানের জাদুতে, মুখ্যমন্ত্রীর অনুরোধে গাইলেন দু’টি গান
১৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট, কে ছিলেন না এই অনুষ্ঠানে? অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ, প্রমুখ।
আর সেই অনুষ্ঠানে যখন অরিজিতকে অনুরোধ করা হয় কিছু বলার জন্য তখন রীতিমত হইচই পড়ে যায়। দর্শকদের থেকে ভেসে আসতে থাকে চিৎকার। তিনি তাঁর বক্তব্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি ভীষণই আপ্লুত বোধ করেন এই অনুষ্ঠানে আসতে পেরে।
অরিজিৎ যখন বক্তব্য রাখছিলেন তাঁর পাশে রাজ চক্রবর্তীকে দেখা যায়। খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। সিনেমার জন্য যে এই উৎসবের আয়োজন করা হয়েছে সেটাকে সাধুবাদ জানান তিনি।
এরপরই মুখ্যমন্ত্রীর তরফে একটি গান গাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। হাসি মুখে সেই অনুরোধ মেনেও নেন তিনি। ‘বোঝে না সে বোঝে না’ গানটি গাওয়ার অনুরোধ করা হলে তিনি বলেন শাহরুখ থাকতে অন্য গান!
যদিও এরপর তিনি ‘বোঝে না সে বোঝে না’ ছবি থেকেই টাইটেল ট্র্যাক গান দুই কলি। একই সঙ্গে শাহরুখ খান যেহেতু উপস্থিত ছিলেন, তাঁর জন্য তিনি ‘দিলওয়ালে’ ছবি থেকে রঙ দে তু মোহে গেরুয়া গানটি গান।
অরিজিতের গান শুনে শাহরুখ ভীষণ খুশি হন। তাঁকে হাততালি দিয়ে উৎসাহ জানান। শুধু তাই নয়, তিনি যখন পরে বক্তব্য রাখতে ওঠেন তখন তিনি অরিজিৎকে ধন্যবাদ জানান তাঁর কণ্ঠ হয়ে ওঠার জন্য।
এই অনুষ্ঠানে শুধু বলি পাড়ার তারকারা নন, টলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন দেব এবং প্রসেনজিৎ ছাড়াও, উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, লাভলি মৈত্র, টিনা সাহা, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রমুখ।
For all the latest entertainment News Click Here