নেট বোলার বলে নিলামে KKR-এর বরুণকে গুরুত্ব দেননি, এখন কপাল চাপড়াচ্ছেন CSK কোচ
কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। আইপিএল নিলামে সিএসকে-র প্রাক্তন নেট বোলার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার সুযোগ নষ্টের জন্য তিনি এখন হাত কামড়াচ্ছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, ওকে কেনার সুযোগ নষ্ট করাটা ‘এখনও আমাদের কষ্ট দেয়।’
বরুণ চক্রবর্তী কয়েক বছর সিএসকে-এর নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন এবং নেট বোলিং-এর সময়ে তিনি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ বাকি ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলেছিলেন।
রবিবার চিপকে আইপিএলের প্রথম ম্যাচ খেলেন তামিলনাড়ুর অফ-স্পিনার। আর সিএসকে-র বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে ছয় উইকেটে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বরুণ।
আরও পড়ুন: একটা হারেই পা পিছলে খাদে পড়বে SRH, GT জিতলে প্লে-অফ নিশ্চিত,কী হবে দু’ দলের ছক?
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লেমিং আফসোস করে বলেন, ‘এটা এখনও আমাদের কষ্ট দেয় (বরুণকে নিলামে কিনতে না পারা)। ও আমাদের নেটে অনেক বছর ধরেই খেলেছে এবং ব্যাটারদের সমস্যাতেও ফেলেছে। শুধু নিলাম যে ভাবে হয়, তাতে আমরা ওকে ধরে রাখতে পারিনি।’
বরুণ চক্রবর্তীকে পঞ্জাব কিংস (আগে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব) ২০১৯ সালের নিলামে ৮.৪ কোটিতে কিনে নিয়েছিল। এর পর কেকেআর তাঁকে ২০২০ সালে ৪ কোটি টাকায় কিনেছিল এবং তার পর থেকে বরুণকে ধরে রেখেছে নাইটরা।
ফ্লেমিং বলেছেন, ‘আসলে তামিলনাড়ুর প্লেয়াররা বিভিন্ন দলের হয়ে খেলে। ওরা বরুণের সম্পর্কে জানত। আমরা ওকে গোপন রাখতে পারিনি। আমাদের বিপক্ষে নেটে বোলিং করার সময়েই আমরা ওর প্রতিভা দেখে খুবই উত্তেজিত ছিলাম। আমরা ওকে এই বছর একটি বড় মূল্যে পেতে চেয়েছিলাম। ও আমাদের বিরুদ্ধে খুব ভালো বোলিং করেছে। ও দুরন্ত একটি অস্ত্র।’
আরও পড়ুন: হেতমায়ারের তিন ছক্কায় কাটল ৪৯-এর ফাঁড়া, ৫৯ করে সর্বকালের তৃতীয় সর্বনিম্ন রাজস্থানের
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবার মরণবাঁচন ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গত ২৩ এপ্রিল ইডেনে মহেন্দ্র সিংহ ধোনির দলের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। রবিবার সেই হারের মধুর বদলা নিলেন নীতীশ রানারা।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল সিএসকে। ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছিল চেন্নাই। ১৪৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ফেলে নাইটরা। ৬ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স।
সেই সঙ্গে ২০১২ সালের আইপিএলের পর চেন্নাইয়ের মাটিতে রবিবার প্রথম ধোনিদের হারাল কেকেআর। সে বার লিগ পর্বের ম্যাচের পাশাপাশি ফাইনালেও চেন্নাইকে চিপকে হারিয়েছিল গৌতম গম্ভীরের কেকেআর। তার ১১ বছর পর রবিবার হারাল নীতীশ রানার দল। এই নিয়ে চেন্নাইয়ের মাটিতে দু’দল মুখোমুখি হল ১০ বার। তার মধ্যে কলকাতা জয় পেল তিনটি ম্যাচে।
For all the latest Sports News Click Here