‘নেটে সত্যিই ১৬৩.৭ কিমিতে বল উমরান মালিকের?’, ভাইরাল ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের
শুভব্রত মুখার্জি
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন পেসার উমরান মালিক। প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে গতিতে বল করে গিয়েছেন। ধারাবাহিকভাবে উইকেটও পেয়েছেন। আইপিএলে পারফরম্যান্সের ভিত্তিতেই প্রথমবার ভারতীয় সিনিয়র দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন।
তারইমধ্যে একটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দাবি করা হয়েছে, তাতে উমরান ঘণ্টায় ১৬৩.৭ কিমিতে বল করেছেন। যদিও সেই দাবির স্বপক্ষে অকাট্য কোনও প্রমাণ মেলেনি। অধিকাংশ নেটিজেনের প্রশ্ন, ‘নেটে সত্যিই ১৬৩.৭ কিমিতে বল করেছেন উমরান মালিক?’
প্রসঙ্গত, এবারের আইপিএলে উমরান নিয়েছেন ২২ টি উইকেট। ১৪ টি ম্যাচে খেলেছেন তিনি। ২৫ রান দিয়ে ৫ উইকেট নেওয়া তাঁর এক ইনিংসের সেরা পারফরম্যান্স। যদিও ইকোনমি রেট যথেষ্ট বেশি ছিল।
উমরানের বিষয়ে ইরফান পাঠান বলেন, ‘উমরান মালিক – বাহ – আপনি জানেন, তিনি ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছেন। আমি সত্যিই তাকে দেখে মুগ্ধ। শুধু ভারত নয়, পুরো বিশ্ব উত্তেজিত, কারণ বিশ্বে এমন অনেক খেলোয়াড় নেই যারা ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেন।’ ইরফান পাঠান আরও বলেন, ‘সুতরাং, তার সম্ভাবনা রয়েছে। স্পষ্টতই, তার প্রথম-শ্রেণির ক্রিকেটের ক্ষেত্রে তিনি অনভিজ্ঞ। তবে আমি মনে করি এটি টিম ম্যানেজমেন্ট, রাহুল দ্রাবিড় এবং সমস্ত কোচ তাকে সমর্থন করবে।’
For all the latest Sports News Click Here