নেটে ধোনির বলে আউট হলে দেড় মাস বসা যেত না তাঁর পাশে, মজাদার গল্প শোনালেন রায়না
ব্যাটসম্যান, উইকেটকিপার ও ক্যাপ্টেন হিসেবে ধোনি কতটা বড় মাপের ক্রিকেটার, সেটা সবার জানা। তবে বোলার হিসেবেও যে ধোনি নিতান্ত হেলাফেলার মতো নন, হদিশ দিলেন সুরেশ রায়না। টিম ইন্ডিয়া তথা সিএসকের প্রাক্তন তারকার দাবি, নেটে ধোনির বল খেলা তার কাছে সব থেকে কঠিন মনে হতো।
রায়না তাঁর এমন দাবির স্বপক্ষে মজাদার এক যুক্তিও পেশ করেন। জিও সিনেমার ‘হোম অফ হিরোজ’ অনুষ্ঠানে রায়না জানান যে, দুই শ্রীলঙ্কান কিংবদন্তি মুরলিধরন ও মালিঙ্গার বলের মোকাবিলা করা নিতান্ত কঠিন মনে হয়েছে তাঁর। তবে নেটে ধোনির বল খেলা আরও কঠিন। তিনি বলেন, ‘মুলরিধরন এবং পরের দিকে মালিঙ্গার মোকাবিলা করা কঠিন মনে হয়েছে আমার। তবে নেটে ধোনির বল খেলা সব থেকে কঠিন। যদি ধোনি তোমাকে নেটে আউট করে, তবে মাস দেড়েক ওর পাশে বসা যাবে না। কেননা ও তোমাকে বারবার ইশারা করে মনে করাবে, কীভাবে নেটে আউট করেছিল।’
পরক্ষণেই রায়না যোগ করেন, ‘ও (ধোনি) নেটে অফ-স্পিন, মিডিয়াম পেস, লেগ-স্পিন, সব রকম বল করে। এমনকি নেটেও ওর নজর থাকে যাতে ওভার-স্টেপে নো-বল না হয়। যেখানেই লাল চেরি (লাল বল) হাতে পায়, হাত ঘোরাতে ছাড়ে না।’
আরও পড়ুন:- চোট পেয়ে যন্ত্রণাকাতর ব্যাটারকে রান-আউট করল আয়ারল্যান্ড, নিয়মবিরুদ্ধ না হলেও প্রশ্ন উঠবে ক্রিকেটের স্পিরিট নিয়ে- Video
বাস্তবিকই মহেন্দ্র সিং ধোনিকে প্রায়ই নেটে হাত ঘোরাতে দেখা যায়। শুধু আইপিএলেই নয়, বরং জাতীয় দলে থাকার সময়েও নেটে বল করতে অভ্যস্ত ছিলেন মাহি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে বল করে উইকেটও নিয়েছেন তিনি।
টেস্টে ৭টি ইনিংসে মোট ১৬ ওভার বল করেছেন ধোনি। ৬৭ রান খরচ করলেও কোনও উইকেট নিতে পারেনিন তিনি। ওয়ান ডে ক্রিকেটে ২টি ইনিংসে মোট ৬ ওভার বল করে ১টি উইকেট নিয়েছেন মাহি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কেরিয়ারে মোট ২টি উইকেট সংগ্রহ করেছেন ধোনি। বল করেছেন সব ফর্ম্যাটেই।
আরও পড়ুন:- ‘আমি শুধু পারফর্ম্যান্সে বিশ্বাস করি’, জাতীয় দলে রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য সৌরভের
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির একমাত্র শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভিস ডাওলিন। জোহানেসবার্গে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ২ ওভার হাত ঘুরিয়ে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ধোনি। ডাওলিনকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এছাড়া ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে ৪ ওভার বল করেন ধোনি। কার্ডিফে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ১৭ রান খরচ করেন তিনি। যদিও কোনও উইকেট নিতে পারেননি।
For all the latest Sports News Click Here