নেই ‘মানব’ সুশান্ত! গাঁটছড়া বাঁধলেন অঙ্কিতা লোখান্ডে, ভিডিও দেখে চোখে জল সবার
জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র ডিজিট্যাল ভার্সন ‘পবিত্র রিস্তা ২.০’-র নতুন প্রোমো সামনে আসতেই চোখে জল সুশান্ত ভক্তদের। এই প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অঙ্কিতা নিজেই। যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না সুশান্তের ভক্তরা। ‘পবিত্র রিস্তা ২.০’-তে ‘অর্চনা’র ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্তের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ।
খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম জি ৫-এ দেখা যাবে এটি। এবার সামনে এল মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রোমো। টিজার বলছে ফোনে একে-অপরের ছবি দেখে বিয়ের জন্য রাজি হয় তাঁরা। মহারাষ্ট্রের রীতিনীতি মেনেই হয় বিয়ে। শোনা যায় একটি ভয়েসওভার, যেখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক একেবারে আলাদা হয়।
ধারাবাহিকের নতুন প্রোমো শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘লাভ তো হোগা গি অন দ্য এয়ার, জব মানব অর অর্চনা আর দেয়ার। ওদের ভালোবাসার পথচলায় আপনিও সামিল হন। খুব শীঘ্রই পবিত্র রিস্তা আসছে জি ৫-এ।’
তবে বেশিরভাগ নেটিজেনরাই এই ভিডিও দেখে মিস করেছেন তাঁদের প্রিয় সুশি-কে। অঙ্কিতার পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে। অনেকে আবার পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে অপেক্ষা করে রয়েছেন পবিত্র রিস্তা-র নতুন ভার্সনের জন্য। ‘চোখে জল এল আর গায়ে কাঁটা দিল’, লিখেছেন একজন। অপরজন লিখেছেন, ‘ইয়য়য়ে! আর অপেক্ষা করতে পারছি না।’ তৃতীয় ব্যক্তির মন্তব্য, ‘আবার অর্চনা ও মানব একসঙ্গে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহির জানিয়েছিলেন, তাঁর কাছে যখন ‘পবিত্র রিস্তা ২.০’তে মানবের চরিত্রে অভিনয়ের অফার আসে, তখন তা ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন একবার। মানবের চরিত্রে সুশান্তের জায়গায় অভিনয় একটা বড় চ্যালেঞ্জ। আদৌ দর্শক পছন্দ করবে কি না ভেবে, চিন্তা করেছিলেন একবার। তারপর মাথায় এসেছিল সুশান্তও তো জীবনে ঝুঁকি নিতে ভালোবাসত। তাই বেশিকিছু না ভেবে হ্যাঁ করে দেন।
For all the latest entertainment News Click Here